header banner

Bollywood: 'যাদের সমাজে কোনও ভূমিকা নেই, তাঁরা সুপারস্টার কিসের?' -শাহরুখ, সলমন প্রসঙ্গে বিস্ফোরক অভিনব কাশ্যপ

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: পরিচালক অভিনব কাশ্যপ মাঝে মাঝেই নানা বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে চলে আসেন। বিশেষ করে তিন 'খান' সম্পর্কে তার মন্তব্যগুলো সকলের দৃষ্টি আকর্ষণ করে। কখনও সলমন-আরবাজকে নিয়ে কটূক্তি করেছেন তো কখনও আবার শাহরুখ-আমিরকে। ফের সেই অতীতের সরণীতেই হাঁটলেন অভিনব। ফের বলিউডের দুই খান শাহরুখ ও সলমনের উদ্দেশ্যে বিস্ফোরক মন্তব্য করে পরিচালক উঠে এলেন আরও একবার চর্চায়। ঠিক কী বললেন তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব বলেন, “শাহরুখ বা সলমন তাঁরা কেউই কোনওভাবে সুপারস্টার নন। কীসের সুপারস্টার তাঁরা? যারা দেশের জন্য কিছু করেন, সমাজে পরিবর্তন আনেন যারা তাঁরাই হলেন আসল সুপারস্টার। শাহরুখ বা সলমন নন। ওরা তো শুধুই অভিনেতা। অভিনয় করে অর্থ উপার্জন করেছেন মাত্র। আর শুধু অভিনয়ই নয়, অর্থ উপার্জনের ওরা পান মশলার বিজ্ঞাপন করেন, বিয়েবাড়িতে নাচেন। এভাবে কি কেউ সুপারস্টার হতে পারে?”

{link}

 একইসঙ্গে অভিনব আরও বলেন যে, “আমি এই সুপারস্টার তকমার সঙ্গে একেবারেই বিশ্বাস করি না। আর তাই আমি বিশ্বাস করি না যে, শাহরুখ খান একজন সুপারস্টার। আমি শুধু একটাই তারাকে চিনি। আর সেটা হল আকশের তারা। এর বাইরে আর কোনও তারা আমার পরিচিত নই। এসবকিছুই মানুষকে ভুল বোঝানোর একটা পদ্ধতি। হ্যাঁ, একজন অভিনেতা হিসেবে শাহরুখ অবশ্যই অনেক ভালো ভালো ছবিতে দারুণ অভিনয় করেছেন। তাঁর কিছু ছবি ফ্লপও হয়েছে।"

{ads}

Bollywood News Shah Rukh Khan SRK Salman Khan Salman Khan News Bollywood Superstar Bengali News Bollywood Update সংবাদ শাহরুখ সলমান সিনেমা খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article