header banner

Bollywood: ক্যানসার যুদ্ধ জিতে ফিরেছেন শর্মিলা ঠাকুর

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বলি ও টলি পাড়ায় 'শর্মিলা ঠাকুর' (Sharmila Tagore) নামটা যথেষ্ট সম্ভ্রমের সঙ্গে নেওয়া হয়। শর্মিলা মানেই যেন একরাশ আনন্দ, হাসি আর হুল্লোড়। কিন্তু সেই হাসির পিছনে লুকিয়ে আছে এক নিদারুন দুঃখের কাহিনী। এর আগে জনসমক্ষে কখনও তা নিয়ে কথা বলেননি বলিউডের বর্ষীয়ান নায়িকা।

{link}

কফি-আড্ডায় সেদিন করণ বলেন, ''আমি আমার ছবি রকি অউর রানির জন্য প্রথমে শর্মিলাজির কাছেই গিয়েছিলাম। তখন অসুস্থতার কারণে তিনি আমার ছবির জন্য সায় দেননি। তার পর ওই চরিত্রেই শাবানাজি অভিনয় করেন। কিন্তু ওই আফসোসটা আমার থেকে গিয়েছে।'' এই কথা শোনার পরেই কিছুটা থমকে যান শর্মিলা। পরে শ্বাস নিয়ে কথা শুরু করেন। ছেলে সইফ আলি খানের সঙ্গে কফি-আড্ডায় এসে সেখানেই ক্যানসারের সঙ্গে লড়াইয়ের কথা খোলসা করেন শর্মিলা নিজেই।

{link}

করণের (Karan Johar) কথার রেশ ধরে শর্মিলা বলেন, ''কোভিডের সময় ছিল ওটা। তখনও ভ্যাকসিন নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। আমরা নিজেরাও ভ্যাকসিন পাইনি। ক্যানসার নিয়ে আমার যা অভিজ্ঞতা, তার পরে চিকিৎসকেরা চাননি যে, আমি ওই ঝুঁকিটা আর নিই।'' শর্মিলার কথা থেকেই স্পষ্ট, ক্যানসারের সঙ্গে লড়াই করার পরেও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে যথেষ্ট সাবধানে থাকতে হয়েছে তাঁকে। সেই প্রথম ও সেই শেষ যে তিনি নিজের ক্যান্সার সম্পর্কে মুখ খুলেছেন। তবে এটা ঠিক যে, সেই মারণ রোগকে জয় করে আজ সে বিজয়িনী শর্মিলা। আমাদের সকলের শুভেচ্ছা ও শুভকামনা আছে তাঁর প্রতি।

{ads}

News Breaking News Tollywood Bollywood Sharmila Tagore cancer সংবাদ

Last Updated :