শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : করোনা ভাইরাস (Covid-19) নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে ৷ পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষত এখনও দগদগে সকলের মনে । ফের সেই পুরনো স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ।
{link}
সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর (Shilpa Shirodkar) ৷ সম্প্রতি বিগ বস ১৮-(Big Boss) তে দেখা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শিরোদকরকে ৷ কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে নায়িকার। সোমবার, ৫১ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সমস্ত ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করে সতর্ক থাকার আহ্বান জানান। অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-‘হ্যালো, বন্ধুরা! আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন!’ এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) একটি মন্তব্য করেছেন, ‘হে ঈশ্বর!!! যত্ন নিন শিল্পা… দ্রুত আরোগ্য লাভ করুন।’
{link}
মাত্র কয়েক মাস আগে, শিল্পা তার অনুপ্রেরণামূলক শারীরিক রূপান্তরের জন্য শিরোনামে এসেছিলেন। অভিনেত্রী ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তার চিত্তাকর্ষক তিন মাসের ওজন কমানোর যাত্রার আগে এবং পরে ছবি শেয়ার করেছেন। ভক্তরা তার বহুল প্রশংসা করেছেন, তার ফিটনেস যাত্রাকে ‘প্রেরণাদায়ক’ বলেছেন অনুরাগীরা।
{ads}