শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বছর দুই ছোট পর্দায় না থাকলেও শ্রুতির (Shruti Das) ভক্ত সংখ্যা কিন্তু প্রচুর। সেই টানেই হয়তো তিনি আবার ফিরে এলেন ছোট পর্দায়। ২০২৩ সালে সর্বশেষ ছোট পর্দায় অভিনয় করেছিলেন শ্রুতি দাস। এরপর ওয়েব সিরিজ (web series) আর বড় পর্দায় চুটিয়ে অভিনয় করেছেন শ্রুতি। তবে ছোট পর্দার দর্শকরা বারবার শ্রুতিকে জানিয়েছিলেন, তাঁরা ভীষণভাবে মিস করছেন অভিনেত্রীকে।
{link}
অন্যদিকে শ্রুতিও হয়তো ছোট পর্দাকে মিস করছিলেন তাই দু'বছর পর আবার তিনি ফিরে এলেন ছোটপর্দায়। ৮ সেপ্টেম্বর থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’ (Jowar Vata)। এই ধারাবাহিকে দুই বোনের মধ্যে বড় বোনের চরিত্রে অভিনয় করছেন শ্রুতি দাস। স্বাভাবিকভাবেই আবার সেই পুরনো যাত্রা নতুনভাবে শুরু করতে পেরে ভীষণ খুশির শ্রুতি। স্ত্রীর আনন্দে আনন্দিত স্বামী স্বর্ণেন্দুও।
{link}
সোশ্যাল মিডিয়ায় জীবনসঙ্গিনীকে নিয়ে একটি খোলা চিঠি লেখেন স্বর্ণেন্দু। তিনি লেখেন, ‘ফিরে আসা সব সময় সুখকর। এই লড়াইয়ের একটা আলাদাই মজা আছে। আর তোমার লড়াইয়ের কথা তুমি সব থেকে ভালো জানো। নিশার লড়াইটা যেন আরও কঠিন! কোনও কিছু নিয়ে ধৈর্য ধরে পড়ে থাকা কাকে বলে সেটা আলাদা করে তোমাকে আর বলার প্রয়োজন নেই।’ স্ত্রীকে উদ্দেশ্য করে স্বর্ণেন্দু আরও লেখেন, ‘মন থেকে অভিনয় করার, আলাদা কিছু করার সেই জেদ ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে ধরেই রেখেছিলে তুমি, এই জেদ ধরে রাখবে নিশার মধ্যেও। এভাবে বারবার ফিরে এসো তোমার অভিনয়ের খিদে মেটাতে!! শুভেচ্ছা এবং ভালোবাসা।’
{ads}