শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সম্প্রতি মুক্তি পেয়েছিল সলমনের (Salman Khan) ছবি। কিন্তু সদ্য মুক্তি পাওয়া ছবি টি ইতিমধ্যেই ফিকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সলমনের "সিকন্দর"(Sikandar)। টিজার ও ট্রেলারের সময় বেশ চর্চিত হওয়া স্বত্ত্বেও আসল ছবি মুক্তির পর কার্যত হতাশই হয়েছে দর্শকরা। থিয়েটার থেকে বেরিয়ে প্রায় প্রত্যেকের মুখেই বিরক্তির ছাপ।
{link}
দুর্বল চিত্রনাট্য থেকে শুরু করে একাধিক অভিযোগ এই সিনেমাটির বিরুদ্ধে। তবু ব্যবসার জন্য এই সিনেমাটি লড়াই করছে। তবুও শেষ রক্ষা করতে ব্যার্থ এই ছবি। সলমন খানের শহরেই অন্য ছবির জন্য এই সিনেমাটি সরিয়ে দেওয়া হলো। শোনা যাচ্ছে এমন ঘটনা ঘটেছে মুম্বইয়ের একাধিক প্রেক্ষাগৃহে।এমপুরান', 'ডিপ্লোম্যাট' ও একাধিক গুজরাতি ছবি মুক্তির কারণে মুম্বইয়ে প্রেক্ষগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সলমনের ছবি। সাধারণত যে ছবি ব্যবসা করতে পারে না, সেই ছবিকে সরিয়ে দেওয়া হয়, কিন্তু সলমনের এই ছবিটিকে সেই সময়টুকুও দেওয়া হয় নি।
{link}
ছবি প্রকাশের ৪/৫ দিনের মাথায় মুম্বইয়ের প্রায় প্রত্যেকটি প্রেক্ষাগৃহ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ছবিটি। তার জায়গায় রমরমিয়ে চলছে গুজরাটি ছবি।
তবে এই নিয়ে সম্প্রতি একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যেখানে সলমন কে বলতে শোনা গেছে, - "অনেকেই হয়তো ভাবেন তাঁর উৎসাহের প্রয়োজন পড়ে না। কিন্তু এটা ভুল, তাঁরও উৎসাহের প্রয়োজন পড়ে। nভিডিওটি যথারীতি ছড়িয়ে পড়েছে সোসিয়াল মিডিয়ায়। এই ভিডিও টি দেখে মন ভেঙেছে অনুরাগীদের।
{ads}