header banner

Feature: 'জাগো মা' নয় সেকুলার গান গাইতে হবে! এই ধর্মনিরপেক্ষতার পাঠ পড়ায় কে?

article banner

শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: অবশেষে গ্রেফতার হয়েছে ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক মেহেবুব মালিক। তার অপরাধ শিল্পী লগ্নজিতা 'জাগো মা' গানটি গেয়েছিলেন। জানা গিয়েছে, শনিবার পূর্ব মেদিনীপুরের ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে গানের অনুষ্ঠান ছিল লগ্নজিতার। সেই অনুষ্ঠানে কয়েকটি গান গাওয়ার পর, ‘জাগো মা’ গানটি গাওয়া শুরু করেন গায়িকা। অভিযোগ, আপত্তি জানান স্কুলের অন্যতম মালিক মেহবুব মালিক। তাঁর দাবি, ধর্মনিরপেক্ষ গান গাইতে হবে। অভিযোগ, সেই সময় মেহবুব স্টেজে উঠে গায়িকাকে মারধর করতে যান। এরপরই গায়িকার পক্ষ থেকে ভগবানপুর থানায় একটি অভিযোগ জানানো হয়।

{link}

  অভিযোগ, ‘জাগো মা’, গানে আপত্তি তোলেন আয়োজকরা। দাবি করেন গাইতে হবে ‘ধর্মনিরেপক্ষ গান’। তা থেকেই ঝামেলার সূত্রপাত। থানায় অভিযোগ জানিয়েছেন গায়িকা। ঘটনায় মূল অভিযুক্ত মেহবুব মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। অনুষ্ঠানের আয়োজক স্বার্থক ভট্টাচার্য বলেন, “লগ্নজিতা চক্রবর্তী ৬-৭টি গান গাওয়ার পরে দেবী চৌধুরানী সিনেমার ‘জাগো মা’ গানটি গাইছিলেন। সেই সময় ভগবানপুরের সাউথ পয়েন্ট পাবলিক স্কুলের মালিক মেহেবুব মালিক মঞ্চে উঠে শিল্পীকে মারধর করতে যান। তাঁর দাবি, সেকুলার গান হোক। এসব গান চলবে না। ভরা মঞ্চে হেনস্তা করা হয় শিল্পীকে। ওয়াকিবহাল মহলের মতে, সঙ্গীতের সঙ্গে এই ধর্মান্ধতার যোগ ভয়ঙ্কর রূপ নিচ্ছে। রবীন্দ্রনাথ, নজরুলের বাংলা আজ কোন পথে অগ্রসর হচ্ছে? আগামীতে কি সবকিছুই ধর্মের গ্রাসে পরিণত হবে? প্রশ্ন উঠছে সেখানেই। 

{ads}

Lagnajita Chakraborty Secularism Bengali Song Bengali News Singer Lagnajita Bengali News West Bengal News সংবাদ সঙ্গীত বিনোদন খবর

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article