header banner

Koushani Mukherjee : পুজোয় কৌশানীর তালে 'সিঙ্গেল লাইফ'!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এবার পুজোয় হবে জমাটি নাচ! নাচের গানে দেখা যাবে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে (Koushani Mukherjee)! পুজো মানে গান, আড্ডা, খাওয়া, ঘোরাঘুরি, আর সেই সঙ্গে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, আসছে তার নতুন গান "সিঙ্গেল লাইফ" (Single life) নিয়ে। গানটি গেয়েছেন গায়িকা সারেগামাপা খ্যাত গায়িকা অঙ্কিতা ভট্টাচার্য (Ankita Bhattacharyya), সুর দিয়েছেন কুন্তল দে।

{link}

পুরোপুরি অন্য স্বাদের গানে দর্শক উপহার পাবে এই গান। গানটির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন কারান আরিয়ান। ইতিমধ্যে গানের রেকর্ডিং শেষ, চলতি মাসে শ্যুটিং শুরু হবে এই গানের। গানটির আরও এক চমক হল ক্রিয়েটিভ ডিরেক্টর হিসাবে রয়েছেন পরিচালক অংশুমান প্রত্যুষ। গানটি মুক্তি পাবে "সান ভেঞ্চার" এর ব্যানারে প্রযোজক সানি খান ও অনুপ সাহা এর প্রযোজনাতে।

{link}

গানটিতে সিনেমাটোগ্রাফি হিসাবে কাজ করছেন অনিমেষ গরুই। গানটির কার্যনির্বাহী প্রযোজনাতে রয়েছেন সাহেব হালদার। অভিনেত্রী কৌশানি জানান "পুজোর সবচেয়ে বড়ো গান হবে এই " সিঙ্গেল লাইফ"। ডান্সের গানে এই বছর এই গান দর্শকদের মন কেড়ে নেবে আমি আশা করছি। অনেকটা প্রস্তুতি নিয়ে পুরো টিম এই কাজটা শুরু করছি"।

{ads}

 

News Breaking News Koushani Mukherjee Ankita Bhattacharyya Song Tollywood সংবাদ

Last Updated :

Related Article

Latest Article