header banner

Jesus: যীশুর জীবনের প্রধান কয়েকটি শান্তির বাণী

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মহাপ্রভু যীশু (Jesus) সারা জীবনব্যাপী শুধুই শান্তির বাণী প্রচার করেছেন। তাঁর সমস্ত বাণীর কেন্দ্রে আছে 'ওঁ শান্তি।' তাঁর সেই শান্তির বাণীর প্রধান কয়েকটি টুকরো -

১) আমি তোমাকেও ভালোবাসি-
যে ভাবে আমার বাবা আমাকে ভালোবেসেছেন, ঠিক সেই ভাবে আমি তোমাকে ভালোবাসি। তোমারও একই ভাবে সবাইকে ভালোবাসা উচিত।

{link}

 

২) আমি তোমাকে শান্তি দেব- 
মা যেভাবে সন্তানদের শান্তি দেন,ঠিক সেই একই ভাবে আমি তোমাকে শান্তি দেব।

৩) শত্র‌ুকেও ভালোবাসো - 
যারা তোমার শত্র‌ু বা যারা তোমার খারাপ চায়, তাঁদেরও ভালোবাসো। তা করতে পারলে আমরা সবাই সেই পরম পিতার সন্তান হব, যিনি তাঁর প্রেম ও করুণার বর্ষণ আমাদের সবার ওপরে করে চলেছেন।

{link}

 

৪) ধর্মের পথে থাকো -
সবার সেবা করাই হল আসল ধর্ম। যে অন্যকে সাহায্য করে, ঈশ্বর তাকে সাহায্য করেন। তাই লোভ ও স্বার্থপরতা ত্যাগ কর এবং অন্যের সেবা কর। কেউ যদি তোমার কাছ থেকে সাহায্য প্রার্থনা করে, তবে তোমার অবশ্য কর্তব্য তাকে সাহায্য করা।

৫) অন্যায়ের পথে হেঁটো না -
যা কিছু অন্যায় সেই সবের থেকে দূরে থাকো। কোনও পাপকাজ করো না। কাউকে হত্যা কোরো না। চুরি কোরো না। কোনও কিছুর প্রতি লোভ কোরো না। 

৬) কর্ম করো - জীবন ব্যাপী শুধুই কাজ কর। কাজ ছাড়া জীবন অতিবাহিত কোরো না। 
শুধুমাত্র খাদ্য জোগাড় করার জন্য জীবন অতিবাহিত কোরো না। ঈশ্বরের কথা চিন্তা করে জীবন অতিবাহিত করো।

{ads}

News Jesus সংবাদ

Last Updated :