header banner

Astrology : দাম্পত্য জীবন সুখের জন্য কিছু নিয়ম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ইতিমধ্যে বিবাহের মরসুম চলে এসেছে। কিন্তু ঘটনা হলো, সব বিয়ে সুখের হয় না, শান্তির হয় না। দাম্পত্য জীবনে ছোট-খাটো সমস্যা হতেই পারে। কিন্তু সেই সমস্যা যেন স্বামী ও স্ত্রীর মধ্যে অন্ধকার না ডেকে আনে। সেই কারণেই ভারতীয় জ্যোতিষ শাস্ত্রে (Astrology) দাম্পত্য (married life) জীবনে শান্তির জন্য কিছু নিয়ম মানার কথা বলেছেন। জ্যোতিষ জানাচ্ছে -

{link}

* জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, স্নানের জলে এক চিমটি হলুদ মিশে স্নান করুন। বিশ্বাস করা হয়, এটি যদি আপনি একমাস করেন, তাহলে আপনার দাম্পত্য জীবনের যে বাধা ছিল, তা কেটে যাবে। কিংবা আপনার যদি বিয়ে না হয় তাহলে সেই সমস্যা থেকে বের হতে পারবেন।

* আর্থিক সমস্যা কাটাতে ও কিন্তু আপনি হলুদ মিশিয়ে সেই জল খেতে পারেন। এতে বিবাহের সম্পর্ক আরও মজবুত হবে, আর্থিক সমস্যাও দূর হবে আপনার। আয় ক্রমশ বাড়তে থাকবে। চাকরি থেকে ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন।

{link}

* আপনার বাড়িতেও যদি কারোর বিয়েতে কোনও বাধার সৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনি হলুদ মিশিয়ে সেই জল খেতে পারেন। এই প্রতিকার বিবাহের বাধা দূর করতে খুব কার্যকর। এটি করলে অবিবাহিতদেরও বিয়ে হয়ে যাবে।

 * স্নানের জলে হলুদ মিশিয়ে স্নান করলে আপনার বৃহস্পতি গ্রহ ক্রমশ উন্নতি লাভ করবে। এমনকি বিবাহজনিত সমস্যা কমবে। গুরু গ্রহের কৃপায় তাঁরা জীবনে এগিয়ে যেতে পারবেন। সব কাজে এগিয়ে যেতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সমস্যা মিটবে। ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের কাছে হলুদ, বিশেষ করে কাঁচা হলুদ খুবই পবিত্র। তাই নিজেদের জীবনে শান্তি আনতে জ্যোতিষের পরামর্শ অনুযায়ী হলুদ ব্যবহার করুন।

{ads}

 

News Breaking News married life সংবাদ

Last Updated :