header banner

শারীরিক অবনতি ও অসারতা ক্রমশ কমিয়ে আনছে ফেলুদার আনুগামীদের আশার আলো

article banner

খানিক আশার আলো দেখিয়ে ফেলুদার শারীরিক অবনতি ফের চিন্তায় ফেলেছে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সৌমিত্র আনুগামীদের।এই মুহুর্তে সম্পূর্ণ ভেন্টিলেশনে রাখা হয়েছে বর্ষীয়ান আভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই মস্তিস্কের আসারতা বেরেছে এবং ফুসফুসের নতুন সংক্রমণ হতে পারে বলেও আশংকা জানিয়েছেন চিকিৎসকেরা।  
প্রসঙ্গত গতকাল দুপুরের পর থেকেই কিডনির সমস্যা বেড়েছে এবং অভিনেতার কিডনি স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। চিকিৎসকদের মতে, তার আকাধিক অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া এই মুহুর্তে তার শরীরে নতুন করে নিউমোনিয়া সংক্রমণ ও কো-মরবিডিটির সমস্যাও দেখা দিয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে গত ৭২ ঘন্টার মধ্যে কোনো শারীরিক অবস্থার উন্নতি হয়নি বরং ক্রমশ স্নায়ু আচল হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। জ্ঞান প্রায় নেই বললেই চলে এবং চিকিৎসায় খুব একটা সারা দিচ্ছেনলা বলেই যানা গিয়েছে।একাধিক চিকিৎসকের মতে, তার দেহে এই মুহুর্তে কোভিড এনসেফালপ্যাথি বাড়ছে এবং মস্তিস্কের যে অংশ ফুসফুস নিয়ন্ত্রণ করে সেই অংশ নিষ্ক্রিয় হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। {ads}
তবে তার প্লেটলেট কমে যাওয়ার হার এবং অন্ত্রের রক্তক্ষরণ কিছুটা নিয়ন্ত্রনে এসেছে বলে জানানো হয়েছে। নানাবিধ চেষ্টার মাঝেও তার শ্বাস প্রশ্বাস যাতে স্বাভাবিক থাকে সেই কারণে এন্ডোট্যাকিয়াল ইনটিউবেশন চালু করা হয়েছে এবং আনুমান করা যাচ্ছে এই ব্যাবস্থানা ধিরে ধিরে অভিনেতার শারীরিক অবস্থাকে উন্নতি করতে পারবে। আশা করা যায় খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন আমাদের সকলের প্রীয় সৌমিত্র। {ads}

Soumitra Chatterjee Hopital Serious condition Covid19 Cinema Indian cinema Bengali cinema Fans Chief Minister West Bengal Durga Puja kolkata howrah west bengal bangladesh india durga puja sheffield tt

Last Updated :