শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Banerjee) এবং দেবলীনা দত্ত (Debolina Dutta), দুজনেই টলিউডের খ্যাতনামা দুই শিল্পী। দুজনেই একসময় বিবাহিত ছিলেন, কিন্তু আজ দুজনেই সিঙ্গল। টলিপাড়ায় (Tollywood) গুঞ্জন অনুযায়ী, সৌম্য এবং দেবলীনা নাকি একে অপরের ‘বিশেষ বন্ধু’। যদিও এই খবরকে চিরকাল গুঞ্জন বলেই উড়িয়ে এসেছেন সৌম্য এবং দেবলীনা।
{link}
তবে প্রেমের খবরকে গুঞ্জন বলে উড়িয়ে দিলেও দুই তারকাই বারবার একে অপরকে ‘ভালো বন্ধু’ বলে উল্লেখ করেছেন। তবে এবার এই দুই বিশেষ বন্ধুকে একসঙ্গে দেখা যাবে পর্দায়। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) এবং নন্দিতা রায়ের (Nandita Roy) পরিচালনায় একটি প্রজেক্টে একসঙ্গে অভিনয় করবেন এই দুই শিল্পী। এবার প্রশ্ন, সিনেমা না ওয়েব সিরিজ, সৌম্য এবং দেবলীনা জুটিকে দেখতে পাওয়া যাবে কোথায়? না, এর কোনওটাই নয় কারণ শিবপ্রসাদ এবং নন্দিতার প্রজেক্টটি মূলত একটি মসলার কোম্পানির বিজ্ঞাপন।বিজ্ঞাপনের কাজ হলেও সৌম্য এবং দেবলীনাকে একসঙ্গে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
{link}
প্রসঙ্গত, ২০১২ সালে তথাগত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন দেবলীনা। কন্যাকুমারীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর দেবলীনার সঙ্গে পথ চলা শুরু করেছিলেন তথাগত। কিন্তু ২০২১ সালের শেষের দিকে আচমকাই বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। তথাগত এবং দেবলীনার বিবাহ বিচ্ছেদের কারণ হিসাবে বারবার উঠে এসেছিল বিবৃতির সঙ্গে তথাগতর ঘনিষ্ঠতার কথা। বর্তমানে আলোকবর্ষার সঙ্গে সম্পর্ক রয়েছেন তথাগত। সমাজমাধ্যমে প্রায়ই দেখা যায় এই জুটির ছবি।
{ads}