header banner

Tollywood : জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন শ্রাবন্তী?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাংলা বিনোদন জগতে শ্রাবন্তী (Srabanti Chatterjee)  কিন্তু বেশ রসিক মানুষ। দারুন অভিনেত্রী - তাতে কোনো সন্দেহ নেই। আবার প্রেমের জগতেও অ প্রতিদ্বন্দ্বি। জিতু কমলের (Jeetu Kamal) সঙ্গে শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন নতুন নয়, বহু পুরনো। 'বাবুসোনা' ছবির শ্যুটিংয়ের সময় থেকেই জিতু-শ্রাবন্তীর প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু মহা শিবরাত্রিতে একী করলেন শ্রাবন্তী?

{link}

২৬ ফেব্রুয়ারি, বুধবার শিবরাত্রির সকাল থেকে ফের চর্চায় জিতু-শ্রাবন্তীর প্রেম। কিন্তু কী এমন করলেন তাঁরা? এদিন সক্কাল সক্কাল ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Stories) একটি শিবের ছবি শেয়ার করেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে বাঘছাল পরে উপুর হয়ে সমুদ্র সৈকতে শুয়ে শিব। পিছনে দেখা যাচ্ছে হিমালয় পর্বতমালা। তাঁর ঠিক সামনেই দাঁড়িয়ে শ্রীরামচন্দ্র। শিব যেন সেই রামের দিকেই একদৃষ্টে তাকিয়ে। তবে শিবের মুখের দিকে তাকালেই চমকে যেতে হয়।

{link}

এতো জিতু কমল! একী কাণ্ড! যেন অবিকল জিতুর মুখটিই শিবের মুখে বসানো। ক্যাপশানে শুধু লেখা 'মহা শিবরাত্রি'। কিন্তু এই ছবি দেখার পরই নেটিজেনদের মনে একটাই প্রশ্ন, তবেকি জিতুর মধ্যেই মহাদেবকে খুঁজে পেলেন শ্রাবন্তী? তাও আবার শিবরাত্রির দিনে? শিবরাত্রির দিন মেয়েরা উপবাস করে শিবের মাথায় জল ঢালেন, তাঁর মতো স্বামী চান। তাহলে কি জিতুর সঙ্গেই শ্রাবন্তী…! নাহ এবিষয়ে কোনও মন্তব্যই করেননি জিতু কিংবা শ্রাবন্তী। এদিকে আরও একটা ইনস্টাস্টোরিতে শিবরাত্রির দিন মেহেন্দি পরার একটি ছোট্ট ভিডিয়োও পোস্ট করেছেন শ্রাবন্তী।

{ads}

News Breaking News Tollywood Srabanti Chatterjee Jeetu Kamal সংবাদ

Last Updated :