header banner

Met Gala 2025 : মেট গালায় জাদু ছড়ালেন তারকারা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : প্রত্যেক বছরের মতো এবছরও মেট গালা (Met gala) ২০২৫ অনুষ্ঠিত হয় ৫ই মে। মেট গালা ফ্যাশন শোয়ের আসর বসেছে নিউইয়র্কে ৷ তবে মেট গালায় তারকারা যে গালিচার উপর দিয়ে হাঁটলেন তার রং মোটেই লাল নয়। বরং বেশ ঘন নীল। সেই নীলও আবার ঢালাও নীলবর্ণ নয়। হঠাৎ দেখলে মনে হবে, সমুদ্রের জল। কোথাও গাঢ়, কোথাও আবার সামান্য হালকা। তার উপরে ঢেউয়ের দাগ। খানিকটা মাঝসমুদ্রের স্থির জলের মতো। সেই জলে ছড়িয়ে আছে অজস্র ফুল। তার পাপড়ি সাদা, বৃন্ত কমলা রঙের।

{link}

মেট গালা-র রেড কার্পেট তো কবে থেকেই কাঁপাচ্ছেন বলি সুন্দরীরা (Bollywood)। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র হাত ধরেই শুরু হয়েছিল এই রেড কার্পেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা। এরপর আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও মেট গালা-য় তাক লাগিয়েছেন। এবারের মেট গালা-য় নজর কেরেছেন বহু বলি তারকা, তাদের মধ্যে অনতম হলো পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ (Diljit Dosanjh), প্রেগনেন্ট কিয়ারা আদবানী (Kiara Advani) , প্রিয়াঙ্কা চোপড়া, এবং  "কিং খান (Shah Rukh Khan)"। 

{link}

মা হতে চলেছেন কিয়ারা আর বেবি বাম্প নিয়েই তিনি হাঁটলেন রেড কার্পেটে। তার সাথে নজর কাড়লেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। সাদার উপর কালো পোলকা ডট দেওয়া ফিটেড গাউন পরে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। মেট গালার এ বারের মূল ভাবনাই ছিল ‘ব্ল্যাক ফ্যাশন: টেলরড ফর ইউ’। এরপর আসে গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। পোশাকে ভারতীয়দের তো বটেই, বিদেশি সংবাদমাধ্যমেরও ‘দিল’ জিতে নিয়েছেন দিলজিৎ। দিলজিৎ সেখানে পরেছেন পঞ্জাবের মহারাজার পোশাক। তবে এবারের রেড কার্পেটে মূল নজর কেড়েছেন "কিং খান "। সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা পোশাকে তিনি উপস্থিত হন। হাওয়ায় ওড়া কালো ওভারকোট, হাতে ছড়ি আর নানা রকম গয়না পরা শাহরুখকে কোনও এক আধুনিক রূপকথার জাদুকরই মনে হচ্ছিল বলে জানিয়েছেন ভক্তদের একাংশ। সত্যি যেনো সেদিন মঞ্চে ম্যাজিক করেছিলেন বাদশাহ। 

{ads}

 

News Breaking News Met gala Priyanka Chopra Diljit Dosanjh Kiara Advani Shah Rukh Khan Bollywood সংবাদ

Last Updated :