শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক :জ্যোতিষ মেনে যদি আপনি আপনার জীবন চালাতে পারেন, তাহলে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি ঠিক আসবে। মানবজীবন তথা সংসার জীবন পরিচ্ছন্ন রাখার জন্য 'ঝাঁটা' আপরিহার্য। কিন্তু সংসার সুখের হয় ঝাঁটা রাখা ও ব্যবহারের উপর। এই বিষয়ে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রের কিছু নির্দেশ আছে।
{link}
১) ভারতীয় জ্যোতিষ মনে করে ঝাঁটায় দেবী লক্ষ্মীর অবস্থান। তাই ধনত্রাসে ঝাঁটা কেনার পরামর্শ দেওয়া হয়। তাই জ্যোতিষ বলছে কখনো ঝাঁটায় পা দেবেন না।
২) সূর্যাস্তের পরে ঘর ঝাঁটা দিয়ে পরিষ্কার করবেন না। জ্যোতিষ মতে, যদি আপনি ঘরে সন্ধ্যার পরে ঝাঁট দেন, তাহলে মা লক্ষী কিন্তু ঝাঁট দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ঘর থেকে চলে যাবে এবং নেতিবাচক শক্তিতে আপনার ঘর ভরে উঠবে। পরিবারে ঝগড়া অশান্তির সৃষ্টি হবে।
{link}
৩) জ্যোতিষ এটাও বলছে যে যদি আপনাকে বিশেষ কারণে সন্ধ্যার পরে ঝাড়ু দিতে হয় তাহলে তখন সেই ময়লা কখনো ঘরের বাইরে বের না করে কোনায় জমিয়ে রাখুন। পরের দিন সূর্য ওঠার পরে তা ফেলবেন।
৪) বাড়িতে ঝাড়ু যখন রাখবেন সবসময় শুইয়ে রাখার চেষ্টা করবেন। দাঁড় করিয়ে ঝাড়ু রাখা খুব অশুভ। ভুলেও বিছানার তলায়, ঠাকুর ঘরে, বাথরুমের পাশে ঝাঁটা রাখবেন না।
{ads}