header banner

Aamir Khan : হঠাৎ আমিরের বাড়িতে পুলিশ হানা!

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : রবিবার হঠাৎই আমির খানের (Aamir Khan) বান্দ্রার বাড়িতে হানা দিল ২৫ জন আইপিএস অফিসারের দল। এদিন একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানেই দেখা যায় যে আমিরের বাড়ি থেকে একটি পুলিশ ভ্যান পুলিশ আধিকারিকের একটি বাস। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। প্রশ্ন উঠছে ঠিক কী কারণে হঠাৎ আমিরের বাড়িতে হানা দিলেন পুলিশ আধিকারিকেরা? যদিও এই প্রশ্নের সঠিক কোনও উত্তর মেলেনি।

{link}

ঠিক কী কারণে আমিরের বাড়িতে হানা দিলেন তাঁরা নেপথ্যে কোন কারণ সেই বিষয়ে কিছুই খোলসা করা হয়নি। তবে তা নিয়ে নানা প্রশ্ন উঠে আসছে যা উসকে দিচ্ছেন নেটিজেনরা। কিছুদিন আগেই কর্ণাটকে আইনি গেরোয় পড়েছেন আমির খান এবং বিগ বি। অভিযোগ ছিল, বহুদিন ধরেই নাকি তাঁরা কর ফাঁকি দিচ্ছেন। দুই অভিনেতার নামে রেজিস্টার করা রোলস রয়েস দীর্ঘদিন ধরেই কর ফাঁকি দিয়ে ‘বীরবিক্রমে’ চলছে কর্ণাটকের রাস্তায়। কীভাবে? জানা যায়, বছরখানেক আগেই আমির এবং অমিতাভ বচ্চন তাঁদের রোলস রয়েস গাড়ি দুটি বিক্রি করে দিয়েছেন।

{link}

হাতবদল হয়ে সেই গাড়িগুলির বর্তমান মালিক কর্ণাটকের দাপুটে নেতা তথা ব্যবসায়ী ইউসুফ শরিফ। তিনিই আমির-অমিতাভের কাছ থেকে কেনা দুটি বিলাবহুল গাড়ি ব্যবহার করছেন দীর্ঘদিন ধরে। এবং রোড ট্যাক্সও দেন না। শুধু তাই নয়, তদন্তে নেমে পুলিশ জানতে পারে গাড়িগুলি কিনলেও এখনও পর্যন্ত নিজের নামে রেজিস্টার করাননি ওই দাপুটে নেতা। নিয়মমাফিক তাই আমির-অমিতাভের মুম্বইয়ের ঠিকানাই দেওয়া নথিপত্রে।

{ads}

News Breaking News Aamir Khan Bollywood সংবাদ

Last Updated :