শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলা ছবির জগতে নতুন উন্মাদনা, নতুন উল্লাস। একেনবাবু (Ekenbabu) মানে শুধু রহস্য উন্মোচন নয়, একেনবাবু মানেই প্রাণ খোলা হাসি। আনন্দ। ফেলুদা ব্যোমকেশ চরিত্রের পরে নিঃসন্দেহে বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র একেন বাবু। আগামী গরমের ছুটিতে তাই একেন বাবুকে সঙ্গে নিয়ে চলে যান বেনারস (Varanasi)।
{link}
সেখানে উন্মোচিত হবে আগামী রহস্যের ফাঁস। ১৯ এপ্রিল বড় পর্দায় মুক্তি পেল সিনেমা টিজার। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমার টিজার মুক্তি পেতেই একেন প্রিয় মানুষের মুখের ফুটে উঠল চওড়া হাসি। গরমের ছুটি যে বৃথা যাবে না, সে কথা ভাবতেই আনন্দে আটখানা দর্শকরা। একেন বাবুর সেই মন ভোলানো হাসি সঙ্গে রহস্যর জটিল বুনন। সব মিলিয়ে অসাধারণ ছবি মুক্তি পেতে চলেছে। টিজারের শুরুতেই দেখা যাচ্ছে হরগৌরী ঘাট, গঙ্গা আরতি। বেনারসের অলিগলির ছবি ফুটে উঠেছে টিজারের মাধ্যমে।
{link}
এবারেও একেন বাবুর সঙ্গে থাকবেন বাপি বাবু এবং প্রমথ বাবু। এবারেও শুধু রহস্য উন্মোচন নয়, থাকবে একেন বাবুর মারাত্মক পাঞ্চলাইন। সব মিলিয়ে বেনারস জমজমাট হতে চলেছে একেন বাবুর উপস্থিতিতে। টিজার দেখে বোঝাই যাচ্ছে, বেনারসে বিভীষিকা সিনেমা খলচরিত্রে অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়। প্রত্যেকবারের মতো এবারও একেন বাবুর চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakrabarti), সঙ্গে থাকবেন সোমক ঘোষ এবং সৌহার্থ মুখোপাধ্যায়। আর কয়েকটা দিন অপেক্ষা মাত্র।
{ads}