header banner

Mary Milben : ভাঙা ভাঙা হিন্দিতে গাইলেন জাতীয় সংগীত

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের প্রতি তাঁর অসীম ভালোবাসা। অটুট শ্রদ্ধা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি। ২৬ জানুয়ারি ভারতের ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হচ্ছে। তবে শুধু ভারতে নয়, সুদূর আমেরিকাতেও এই দিনটি উদযাপন করলেন এক গায়িকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে ভাঙা ভাঙা হিন্দিতে গাইলেন এদেশের জাতীয় সঙ্গীত।

{link}

সোশ্যাল মিডিয়ার হাত ধরে একটি ভিডিও পোস্ট করেছেন গায়িকা তথা অভিনেত্রী মেরি মিলবেন (Mary Milben)। ভিডিয়োয় তিনি বলেন, মহামান্য নরেন্দ্র মোদী, মহামান্য দ্রৌপদী মুর্মু, ভারতের মিত্র বাহিনী, আমার প্রিয় ভারত এবং সারা বিশ্বের ভারতীয় সম্প্রদায়কে জানাই ৭৬তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। প্রাথমিক স্পিচ দেওয়ার পর তিনি সুন্দরভাবে আমাদের দেশের জাতীয় সংগীত পরিবেশন করেন।

{link}

হঠাৎ শুনলে মনে হবে এটা কোনও ভারতীয়র গলায় গাওয়া গান। একজন আমেরিকান হওয়া সত্ত্বেও এইভাবে যে তিনি যেভাবে বন্ধু দেশের জাতীয় সঙ্গীত গাইলেন, তা সত্যি প্রশংসার যোগ্য। তবে মিলবেন প্রথম নন, এর আগে ২০২৩ সালে ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান বিল্ডিং- এর সামনে দাঁড়িয়ে ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করেছিলেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পা স্পর্শ করে আশীর্বাদও নিয়েছিলেন তিনি।

{ads}

News Breaking News Republic Day Mary Milben India PM Modi Social Media Viral Video সংবাদ

Last Updated :