header banner

Joy Banerjee : জয়ের মৃত্যুতে প্রাক্তন স্ত্রীর চোখে অশ্রু

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিনা মেঘে বজ্রপাতের মতো সোমবার আমাদের ছেড়ে চলে গেলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় (Joy Banerjee)। চারিদিকে শোকের আবহ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। সম্প্রতি শ্বাসকষ্ট জনিত সমস্যা হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বয়স হয়েছিল ৬২। তাঁর এই মৃত্যুতে ভেঙে পড়েছে তাঁর পরিবার, সঙ্গে মন খারাপ প্রাক্তন স্ত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়ের (ananya banerjee)।

{link}

তিনি বলেন, ‘১৫ অগস্ট থেকে ও হাসপাতালে। সে দিন থেকে আমিও কাজের ফাঁকে ফাঁকে হাসপাতালে গিয়েছি। ওর মা ও বাড়ির বাকিদের যা প্রয়োজন হয়েছে, পাশে থাকার চেষ্টা করেছি। অনেক দিন ধরে অসুস্থ। ইদানীং অল্প কথা বললেই হাঁপিয়ে যেত। তবু ভেবেছিলাম, ফিরে আসবে। অদম্য প্রাণশক্তি ছিল তো।’ তাঁর কথায়, ‘ভেসে গিয়েছিলাম জয়ের প্রেমে। আমার কলেজবেলার ‘ক্রাশ’ ছিল ও। ভীষণ রঙিন জীবন। নিজের শর্তে বরাবর বাঁচতে পছন্দ করা এক স্বাধীনচেতা মানুষ।

{link}

বড়লোক ব্যবসায়ী ঘরের ছেলে। তার পরেও মাটিতে পা তাঁর। মা-বাবাকে কী যে ভালবাসত! পূর্ণবয়স্ক এক পুরুষ ছেলেমানুষের মতো মা-বাবাকে আঁকড়ে থাকত। তার উপরে নিজেকে নিয়ে একেবারেই সচেতন ছিল না। অঙ্ক কষে বাঁচেনি জয়। কিন্তু ভীষণ ভালো কথা বলতে পারত। যে কোনও মানুষকে কথার জালে বন্দি করতে পারত। আমাকেও হয়তো এ ভাবেই বন্দি করেছিল।'

{ads}

 

News Breaking News Ananya Banerjee Joy Banerjee সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article