header banner

Rajinikanth-Mithun : থালাইভা ও মহাগুরু এক ছবিতে?

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হিন্দি থেকে দক্ষিণের ছবি - সর্বত্র সমান দক্ষতায় কাজ করে চলেছেন রজনীকান্ত (Rajinikanth)। বক্স অফিসে (box office) একের পর এক রেকর্ড ভাঙছে রজনীকান্তের এই ছবি। অন্যদিকে, প্রকাশ্যে এসেছে ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) ছবিতে মিঠুনের (Mithun Chakraborty) ঝলক। ঠিক এই সময়ই শোনা যাচ্ছে, এক নতুন ছবিতে নাকি জুটি বাঁধতে চলেছেন মিঠুন ও রজনীকান্ত।

{link}

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেলার’ ছবির সিক্যুয়েলেই দেখা যাবে রজনীকান্ত ও মিঠুন চক্রবর্তীকে। তবে এই খবর রটলেও, এখন পর্যন্ত এই নিয়ে মুখ খোলেননি মিঠুন ও রজনীকান্ত দুজনে। এর আগেও সিনেপর্দায় জুটি বেঁধেছেন মিঠুন ও রজনীকান্ত। ১৯৮৯ সালে মুক্তি প্রাপ্ত রেখা অভিনীত ‘ভ্রষ্টাচার’ ছবিতে দেখা গিয়েছিল রজনীকান্ত ও মিঠুনকে। ভারতীয় সিনেমার দুই মহাতারকা।

{link}

মিঠুন চক্রবর্তী এবং রজনীকান্ত। একজন বিনোদন দুনিয়ার মহাগুরু তো, আরেকজন থালাইভা। একজন বক্স অফিসে এলেই হইচই পড়ে যায় ইন্ডাস্ট্রি। আরেকজন এই মুহূর্তে সিনেমায় টেস্ট ম্যাচ খেলছেন। সিনেমার এই দুই মহারথী যদি একসঙ্গে হাজির হন সিনেপর্দায় তাহলে? হ্যাঁ, তাই হতে চলেছে সামনে।

{ads}

 

News Breaking News Rajinikanth The Bengal Files Mithun Chakraborty সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article