header banner

Hera Pheri 3 : ফের জমছে শ্যাম-রাজু-বাবুরাওয়ের ত্রিকোণ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : হিন্দি হাসির ছবির জগতে 'হেরাফেরি' (Hera Pheri) একটা বিশেষ জায়গা করে নিয়েছে। প্রথম দুটি পর্ব ব্যাপক সাফল্যর মুখ দেখে। এবার তৃতীয় পর্ব। বলিউড মাধ্যম সূত্রে খবর, প্রথম ছবিটি খুব স্বল্প বাজেটেই তৈরি হয়েছিল। তবুও ২০০০ সালের নীরিখে সাড়ে ৭ কোটি কম নয়। যে ছবি সেবছর বক্সঅফিসে মূল বাজেটের তিনগুন আয় করে সাড়া ফেলে দিয়েছিল। ২৪.৫ কোটি টাকার ব্যবসা করে ‘হেরা ফেরি’।

{link}

এদিকে শ্যাম, রাজু, বাবুরাওয়ের দুষ্টু-মিষ্টি সমীকরণের এহেন গগনচুম্বী সাফল্য দেখে প্রযোজকরাও দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি উপহার দিয়েছিলেন দর্শকদের। সেসময়ে অক্ষয় কুমার পারিশ্রমিক নিয়েছিলেন ২০ লক্ষ টাকা। সুনীল শেট্টিও কম যাননি! খিলাড়ির মতোই ১৯-২০ লক্ষ টাকা দর হাঁকিয়েছিলেন। তবে প্রথমবার পরেশ রাওয়াল (Paresh Rawal) অনেকটাই কম পারিশ্রমিক পেয়েছিলেন, ৮-৯ লক্ষ টাকা। কিন্তু দ্বিতীয় সিনেমায় ‘বাবুরাও গনপত আপ্তে’ বুঝিয়ে দেন যে তিনি এই ফ্র্যাঞ্চাইজির ‘আসল স্টার’। সেই প্রেক্ষিতে পারিশ্রমিকও বাড়িয়েছিলেন।

{link}

কাট টু ২০২৫ সাল। বলিউড মাধ্যম সূত্রে খবর, পরেশ রাওয়াল ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3) ছবির জন্য ১৫ কোটি টাকা দর হাঁকিয়েছেন। ইতিমধ্যেই ১১ লক্ষ টাকা অগ্রীম নিয়ে ফেলেছেন। যদিও আইনি ঝামেলা হওয়ার পর সেই টাকা অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থাকে ফিরিয়ে দিয়েছেন। অন্যদিকে অক্ষয় কুমার ২০ কোটি টাকা-সহ সিনেমার লভ্যাংশও নেবেন। সেটা ৬০ কোটির উপরেও যেতে পারে বলে অনুমান সিনেবিশেষজ্ঞদের। তবে অক্ষয়-পরেশের থেকে এবার অনেকটা পিছিয়ে ‘শ্যাম’ সুনীল শেট্টি। সূত্রের খবর, ‘হেরা ফেরি ৩’ ছবির জন্য তিনি মোটে ২-৫ কোটি টাকা পাচ্ছেন।

{ads}

News Breaking News Bollywood Hera Pheri Hera Pheri 3 সংবাদ

Last Updated :