শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একদিকে অভিনেতা-প্রযোজক অন্যদিকে বিধায়ক - এক অর্থে বহুরূপী বটে। তাঁর অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই। কমিক রোলে অসাধারণ সফল তিনি। তাঁর ৪১ তম জন্মদিনে তিনি পোষ্ট করলেন সাতটি ছবি নিয়ে তাঁর নিজস্ব এক ছবি - যা দেখে খুবই খুশি তাঁর ভক্তমন্ডল। একই অঙ্গে অনেক রূপ কি কখনও দেখেছেন? একমাত্র বহুরূপীদের ক্ষেত্রেই সম্ভব।
{link}
জন্মদিনে এমনই লুকে এসে সবাইকে চমকে দিলেন অভিনেতা সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। একাধিক পরিচয় তাঁর। অভিনেতা, প্রযোজক আবার চন্ডীপুরের বিধায়কও তিনি। উইকিপিডিয়ার হিসেব মেনে পূর্ণ করলেন ৪১ বছর। এ দিনই একাধিক লুকে দর্শকের সামনে এসে রীতিমতো সবাইকে চমকে দিলেন নায়ক। প্রকাশ্যে এল অভিনেতার নতুন ছবির পোস্টার।
{link}
যে পোস্টারে নায়ক ধরা দিলেন বিভিন্ন লুকে। যে ছবি দেখে বোঝা যাচ্ছে ছবিতে নানা চরিত্রে দেখবেন দর্শক। ছবি পোস্ট করে সোহম লেখেন,”এমন কাজ জীবনে প্রথমবার করলাম। একই ছবিতে সাতটা চরিত্র। আমার নতুন ছবি ‘বহুরূপ’ (Bohurup) আসতে চলেছে।” নায়কের নতুন পোস্টার দেখে উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। যদিও জন্মদিনটা ছিমছাম ভাবে কাটাতেই পছন্দ করেন নায়ক। যদিও এ দিন মায়ের হাতের পায়েস মাস্ট। স্ত্রী তনয়াও আদর করে পঞ্চব্যঞ্জন রান্না করেন স্বামীর জন্য। প্রেম-বিয়ে মিলিয়ে মোট ১৮ বছরের সম্পর্ক সোহম ও তনয়ার।
{ads}