শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : দেবলীনা কুমার হলেন কলকাতার পৌরপিতা দেবাশিস কুমারের কন্যা। তারা পরিবার নিয়ে একদিনে ঝটিকা সফরে গিয়েছিলেন প্রয়াগরাজে। উপলক্ষ কুম্ভস্নান। রবিবার একদিনের ঝটিকা সফরে প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন দেবলীনা কুমার (Devlina Kumar)। সঙ্গী বাবা দেবাশীষ কুমার এবং মা দেবযানী কুমার। সকালে মহাকুম্ভে যোগ দিয়ে ত্রিবেণী সঙ্গমে স্নান, আর সন্ধেয় কলকাতায় ‘আমোদিনী’র প্রচার অনুষ্ঠান।
{link}
গোটা দিনটা ঝড়ের গতিতে কেটেছে অভিনেত্রীর। সময় এতটাই কম ছিল যে, বিমানবন্দরের শৌচালয়ে কাপড় বদলে কলকাতায় ফিরতে হয়েছে দেবলীনাকে। মহাকুম্ভে পুণ্যস্নান করে কেমন অনুভূতি?কেন এই ঝটিকা সফর? অভিনেত্রী জানালেন, শনিবার বাবা দেবাশীষ কুমার তিনটে টিকিট পেয়ে গিয়েছিলেন। চটজলদি প্ল্যান করে মা-বাবার সঙ্গে পৌঁছে গিয়েছিলেন প্রয়াগরাজে। তাঁর কথায়, “আবার ১৪৪ বছর পর মহাকুম্ভ (Maha Kumbh 2025) হবে। তাই সেই উৎসবের সাক্ষী থাকতে চেয়েছিলাম।”
{link}
ত্রিবেণী সঙ্গমে মা-বাবার সঙ্গে আস্থার ডুবও দিলেন অভিনেত্রী। দেবলীনা বরাবরই ঈশ্বরে বিশ্বাসী। বাড়িতে এমনকী তাঁর নাচের প্রতিষ্ঠানেও পুজোঅর্চনা করেন। শ্বশুরবাড়ির লক্ষ্মীপুজোও নজর থাকে লক্ষ্মীমন্ত বউমার। সেই টানেই এবার মহাকুম্ভেও পৌঁছে গিয়েছিলেন দেবলীনা। অভিনেত্রী জানালেন, “ঐশ্বরিক অনুভূতি। বিশেষ করে গঙ্গা-যমুনার জল যেখানে মিশেছে, সেই সঙ্গমস্থলে দাঁড়িয়ে প্রকৃতির লীলা উপভোগ করলাম। খুব ভালো লেগেছে। তবে মারাত্মক ভিড়। রাস্তায় প্রচুর যানজট। ফেরার সময়ে বিমান মিস করার ভয়ে তাই ভেজা কাপড়েই বিমানবন্দরে পৌঁছেছি।
{ads}