header banner

Business : 'বাতাসা' তৈরীর ব্যবসায় প্রচুর লাভ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এই মুহূর্তে বিভিন্ন স্ব-নির্ভর গোষ্ঠীর মাধ্যমে ভারতের নারী শক্তির বিকাশের দিকে বিশেষভাবে নজর দিয়েছে ভারত সরকার (Government of India)। এই স্ব-নির্ভর গোষ্ঠীর পক্ষ থেকে এই মুহূর্তে 'বাতাসা' (Batasa) তৈরীর ব্যবসার পরামর্শ দিচ্ছেন। শুধুই মহিলা নয়, পুরুষেরাও স্বচ্ছন্দে এই ব্যবসা (business) করতে পারেন। তবে মহিলারা করলে 'লাখপতি দিদি'  প্রকল্পে ('Lakhpati Didi' project) আপনি বিনা সুদে ঋণ পেতে পারেন। তবে এই ব্যবসায় খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না।

{link}

বিশেষঞ্জরা বলছেন, কেউ আবার চাকরির পাশাপাশি বাড়তি উপার্জনের জন্য বাড়িতেই ছোটখাটো ব্যবসা শুরু করছেন। পিছিয়ে নেই মহিলারা। তারাও বিভিন্ন ছোট-বড় ব্যবসার মাধ্যমে সাবলম্বী হয়ে উঠছেন। সেই চেষ্টা যদি আপনারও থাকে, তাহলে অনায়াসে শুরু করতে পারেন বাতাসা তৈরির ব্যবসা। প্রসঙ্গত, বাতাসার চাহিদা থাকে সারাবছর। প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতেই নিত্যদিনের পুজো পাঠে বাতাসার প্রয়োজন হয়। পাশাপাশি বিভিন্ন উৎসব, পুজোর সময় এর চাহিদা অনেক বেড়ে যায়। ঠিকঠাক ভাবে এই ব্যবসা চালাতে পারলে মাসে হাজার হাজার টাকা লাভ করা সম্ভব। শুধুই চাই ব্যবসায় মন দেওয়া।

{link}

যে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে গিয়ে সহজ  প্রশিক্ষণ নিয়ে মহিলারাও এই ব্যবসা বাড়িতে শুরু করতে পারেন। প্রথম দিকে আপনার তৈরি বাতাসার বাজার তৈরি করতে হবে। তারপর ধীরে ধীরে চাহিদা বাড়লে আপনার লাভও বাড়তে শুরু করবে। প্রথমদিকে কম বিনিয়োগে শুধুমাত্র কাঁচামাল কিনে এই ব্যবসা শুরু করা যায়। পরবর্তী ক্ষেত্রে চাহিদা বাড়লে বাতাসা তৈরির মেশিনও কেনা যেতে পারে। সেক্ষেত্রে চাহিদা অনুযায়ী জোগান দেওয়া আরও সহজ হবে। প্রতিযোগিতার মার্কেটে টিকে থাকতে চাইলে বাতাসা তৈরি নিয়ে আপনি এক্সপেরিমেন্ট করতে পারেন। সাধারণ বাতাসার পাশাপাশি গুড়ের বাতাসার ব্যাপক চাহিদা থাকে। তাই এই বাতাসাও তৈরি করতে পারেন আপনি। এছাড়াও বিভিন্ন রঙের, বিভিন্ন ফ্লেভারের বাতাসা তৈরি করা যায়। যেগুলি আরও সহজে ক্রেতাদের আকর্ষণ করবে।

{ads}

News Breaking News Batasa 'Lakhpati Didi' project Batasa Making Business সংবাদ

Last Updated :