header banner

Cinnamon: দারচিনি দিলেই স্বাদমুহূর্তে রাজকীয়

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :   দারচিনিকে আমরা একটা বিশেষ মশলা হিসাবে ব্যবহার করি। তবে প্রচুর দাম বলে অনেকেই হয়তো নিয়মিত ব্যবহার করতে পারি না। কিন্তু যদি দারচিনি নিয়মিত খাদ্য তালিকায় রাখা যায়, তাহলে শরীর শুধুই সুস্থ থাকবে তা নয়, বহু রোগ থেকে মুক্তি পাওয়া যায়। রান্নায় এক টুকরো দারচিনি ফেলে দিলেই বদলে যায় স্বাদ। মুহূর্তে রাজকীয়। দারচিনি এমনিতেই অত্যন্ত উপকারী।

{link}

পুষ্টিবিদেরা বলেন,  দারচিনি এমনিতেই অত্যন্ত উপকারী। দারচিনির গুণে শারীরিক বেশ কিছু সমস্যা দূর হয়ে যেতে পারে।ডায়াবেটিসের মতো রোগে দারচিনি খুবই উপকারী বলে মনে করা হয়। দইয়ের সঙ্গে দারচিনির গুঁড়ো পেটের জমে থাকা মেদ ঝরাতে সাহায্য করে। হজমক্ষমতা বাড়িয়ে তুলতেও দারচিনির জুড়ি মেলা ভার। সুস্থ থাকতে আর কী ভাবে সাহায্য করে দারচিনি? এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে।

{link}

রোজ লেবুর জলে এক চিমটে দারচিনি খেলে শরীরের পাশাপাশি ত্বকও ভাল হবে। সামগ্রিক ভাবে হার্ট ভাল রাখতে সাহায্য করে দারচিনি। প্রতি দিন আধ চামচের থেকে সামান্য কম পরিমাণে দারচিনি খেলে রক্তে খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। তাই রান্নাঘরে মশলার তালিকায় দারচিনি রাখুন - শরীর সুস্থ থাকবে।

{ads}

news breaking news cinnamon flavor royal food food lover foody সংবাদ

Last Updated :