শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : হোটেলে (hotel) খাবার খেয়ে বিল না দিয়ে পালিয়ে যাবার খবর আগেও পাওয়া গেছে। প্রত্যেক ক্ষেত্রেই এক এক জন এক এক রকম পন্থা অবলম্বন করেছেন। এবারও তেমনই এক অভিনব পন্থা অবলম্বন করলেন স্কটল্যান্ডের (Scotland) এক দম্পতি। স্কটল্যান্ডের La Dolce Vita রেস্টুরেন্টে এমনই এক অদ্ভুত ঘটনা ঘটেছে।
{link}
এখানে এক দম্পতি এসে প্রায় ৯০০০ টাকার বেশি খাবার খেয়ে বেরিয়ে যায়। রেস্টুরেন্ট (Restaurant) জানিয়েছে, সেই কাপল নাকি ৮৭০০ টাকার বেশি খেয়েছে। খাবার শেষ হলে হোটেলের স্টাফদের বলেন, একটু ধূমপান করেই তারা ফিরবে ৷ বাইরে যাওয়ার আগে মহিলা নিজের পার্সটি টেবিলের উপর রেখে দেন৷ স্বাভাবিকভাবেই রেস্টুরেন্টের স্টাফদের মনে হয়নি, পার্স রেখে এভাবে সে পালিয়ে যেতে পারে ৷ তারপরে বেশ কিছু সময় অতিবাহিত হলেও তাদের ফেরার কোনো লক্ষণ নেই। সন্দেহ তখনি ঘনীভূত হয়।
{link}
কিছু পরে তারা ফিরে না আসায়, স্টাফেরা ওই মহিলার ব্যাগ খোলেন। অবাক কান্ড। ব্যাগ সম্পূর্ণ ফাঁকা। দম্পতির খাদ্য তালিকা ছিল এলাহী। জানা গিয়েছে স্টার্টার, তিনটি মেন কোর্স এবং দুটি ডেজার্ট খেয়ে পালিয়ে যায় সেই দম্পতি৷ আর কর্মীরা তাদের ফেরার অপেক্ষা করেই গিয়েছেন। বর্তমানে দম্পতির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এবং তাদের সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। এখন পুলিশ তাদের খোঁজ করে চলেছেন।
{ads}