শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : একটা গোরুর দাম কত হতে পারে? শুনলে আমরা সকলেই স্তম্ভিত হয়ে যাবো। আর যারা জন্য সেই গোরুর নাম উঠে গেলো গিনেস বুকে (Guinness Book of Records)। ব্রাজিলের মিনাস গেরাইসে (Minas Gerais) সম্প্রতি এক নিলামে ভারতীয় বংশোদ্ভূত একটি গরু রেকর্ডমূল্য ৪০ কোটি টাকায় বিক্রি হয়েছে। এই কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত এই গরু এবং বিশ্বের সবচেয়ে দামি গরু হিসেবে স্বীকৃতি পেয়েছে।
{link}
গরুটির নাম ভিয়াটিনা-১৯, যার ওজন প্রায় ১,১০১ কেজি। এটি নেলোর জাতের গরু, যা সাধারণত অন্যান্য গরুর তুলনায় দ্বিগুণ ওজনের হয়ে থাকে। মাত্র ৫৩ মাস বয়সী এই গরু তার সৌন্দর্য, শুভ্র গায়ের রঙ এবং কাঁধে একটি বিশিষ্ট কুঁজ থাকার জন্য পরিচিত। বিশ্ব রেকর্ড গড়ার পাশাপাশি, টেক্সাসের ফোর্ট ওর্থে অনুষ্ঠিত "চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড" প্রতিযোগিতায় ভিয়াটিনা-১৯ মিস সাউথ আমেরিকা পুরস্কার জিতেছে।
{link}
একটি আন্তর্জাতিক প্রতিযোগিতা, যেখানে বিভিন্ন দেশের ষাঁড় ও গরুর মধ্যে শ্রেষ্ঠত্বের লড়াই হয়। ব্যতিক্রমী পেশী গঠন ও বিরল জেনেটিক বংশের কারণে এই গরুটি বিশেষভাবে মূল্যবান। মূলত, নেলোর জাতের গরুগুলি গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুর সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা এবং রোগ প্রতিরোধের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। এই কারণে ভিয়াটিনা-১৯ এর ভ্রূণের ব্যাপক চাহিদা রয়েছে। পশুচিকিৎসক লরানি মার্টিন্স এই গরুটি সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, "এটি একটি সম্পূর্ণ গরু এবং এর মধ্যে মালিকদের প্রয়োজনীয় সব বৈশিষ্ট্য রয়েছে"।
{ads}