header banner

Astrology : ষোল শৃঙ্গার ও সিঁদুরের গভীর সম্পর্ক

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : ভারতের 'অপারেশন সিঁদুর' এর পরেই আবার সিঁদুরের উপযোগিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ভারতের সনাতন সংস্কৃতিতে বিয়ের গুরুত্বপূর্ণ অংশ সিঁদুরদান। রীতি, ঐতিহ্য পেরিয়ে সিঁদুর আজ ভারতীয় ঘরানার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে।

{link}

সিঁদুর পরা বা না পরা যাঁর যাঁর ব্যক্তিগত অভিরুচি। কিন্তু সিঁদুর আজ অনেক ক্ষেত্রেই পরিণত হয়েছে স্টাইল স্টেটমেন্টেও। ষোল শৃঙ্গার সাজের অন্যতম সিঁদুর পরার সময় কিছু রীতি নীতি বা নিয়ম পালন করার ধারা প্রচলিত দীর্ঘ দিন ধরে।

{link}

জ্যোতিষ (Astrology) মতে, নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে পরার জন্য দেওয়া ঠিক নয়। এতে সংসারের বিপদ হতে পারে। স্নান না করে সিঁথিতে সিঁদুর দেবেন না। আবার ভিজে চুলেও সিঁদুর পরবেন না। চুল ভাল করে মুছে তবেই সিঁদুর পরবেন।

{ads}

News Breaking News Astrology সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article