শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পুরুলিয়ার (Purulia) জয়চন্ডি পাহাড় (Jyochandi Pahar) চিরকাল মানুষকে আকর্ষণ করে। আর এই শরতের শুরুতে শেষ বৃষ্টিকে মাথায় নিয়ে দারুন রূপে সেজে উঠেছে এই পাহাড়। পাহাড়ের বুকে মেঘের ভেলা সঙ্গে ঝিরি ঝিরি বৃষ্টির রোমাঞ্চকর পরিবেশ। নরম রোদের আভা মেখে পাহাড় ভ্রমণের বাঁধনহারা আনন্দ। শহরের কোলাহল এবং দূষিত পরিবেশ থেকে কিছু দিনের জন্য দূরে থাকার সতেজ শ্বাস নিন।
{link}
একদিকে শহরের ব্যস্ত জীবন, অন্যদিকে পাহাড়তলীর গ্রামীণ জীবন। আপনার ছুটির ভ্রমণকে বিরল অভিজ্ঞতায় বিস্মিত করবে। জয়চন্ডী পাহাড়, যার নাম শুনলেই মনে পড়ে যায় পাহাড় জঙ্গলে ঘেরা এক প্রাকৃতিক মনোরম পরিবেশ। কিন্তু বর্ষায় এই পাহাড় একেবারে বদলে যায়। পাহাড়ের গায়ে লতাপাতা, ঘাস আর গুল্মজঙ্গলের সবুজ চাদর যেন চোখ জুড়িয়ে দেয়। মাঝে মাঝে মেঘ নেমে আসে পাহাড়ের গায়ে, আর তখন পুরো এলাকা ঢেকে যায় কুয়াশার চাদরে। সবে মিলিয়ে এক অপার্থিব দৃশ্যে সেজে ওঠে এই পাহাড়।
{link}
পাহাড়ের গায়ে প্রায় ৫০০-রও বেশি সিঁড়ি বেয়ে উঠলে পৌঁছে যাবেন পাহাড় চূড়োয়। উপরে উঠলেই চোখে পড়বে মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য, চারপাশে সবুজ উপত্যকা আর মেঘে ঢাকা আকাশ। যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তাদের জন্য এটি আদর্শ জায়গা। জয়চন্ডী পাহাড়ের চূড়ায় রয়েছে চন্ডী মাতার একটি প্রাচীন মন্দির। যা স্থানীয় মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। চন্ডী মাতার এই মন্দিরকে ঘিরে বহু মানুষের বিশ্বাস ও ভক্তি জড়িয়ে আছে। বহু তীর্থযাত্রী ও পর্যটক এখানে আসেন মায়ের দর্শন করতে। মন্দিরের পরিবেশ শান্ত ও আধ্যাত্মিক, যা মানুষের মনে এক বিশেষ অনুভূতি জাগায়।
{ads}