header banner

Science News : খোঁজ পাওয়া গেলো সবচেয়ে ভারী প্রাণীর 

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : এখন আর জীবন্ত নয়,শুধুই ফসিল। এতকাল সবাই জানত,নীল তিমির সবচেয়ে বড়ো প্রাণী। কিন্তু সম্প্রতি আবিস্কার হয়েছে এক বিশালকায় ফসিল। পৃথিবীতে প্রাণ সৃষ্টির পর বহু প্রাণি জন্ম নিয়েছে। বহুকাল পৃথিবীর বুকে ঘুরে বেরিয়েছে। তারপর এক সময় বিলুপ্তও হয়ে গেছে। লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীতে অধিকাংশ প্রাণির চেহারাই হত অতিকায়।

{link}

 

এখন অবশ্য পৃথিবীর বুকে জীবন্ত যেসব প্রাণি রয়েছে তার মধ্যে নীল তিমিই (Blue whale) সবচেয়ে বড় চেহারার ও সবচেয়ে ভারি প্রাণি। মনে করা হয় নীল তিমিই সর্বকালের পৃথিবীর সবচেয়ে ভারী ও বড় প্রাণি। যা অতি বৃহৎ ডাইনোসরদের থেকেও বড় ও ভারী। কিন্তু বিজ্ঞানীরা বলছেন নীল তিমির চেয়েও অনেক বড় চেহারার এক ধরনের তিমি এক সময় জলে দিব্যি ঘুরে বেড়াত। 

{link}

 

পেরুর (Peru) ইকা উপত্যকায় এক অতিকায় হাড়ের খোঁজ পেয়েছেন বিজ্ঞানীরা। সেই জীবাশ্ম পরীক্ষা করে তাঁরা দেখেছেন তা এক ধরনের তিমি মাছেরই জীবাশ্ম। তবে তার অস্তিত্ব এখন আর নেই। এই ধরনের তিমি প্রায় ৪ কোটি বছর আগে সমুদ্রের জলে ঘুরে বেড়াত। পেরুসিটাস কোলোসাস নামে এই প্রাণিকে পেরুভিয়ান তিমিও বলা হয়। এখন পর্যন্ত আবিষ্কৃত এটাই বিশ্বের সবচেয়ে বড়ো দেহের প্রাণী।

{ads}

News Breaking News Blue whale Peru Science News সংবাদ

Last Updated :