header banner

Raj-Subhashree :বাপের বাড়িতে সময় কাটাচ্ছেন নায়িকা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বাপের বাড়ি বলে কথা! শুভশ্রীর (Subhashree Ganguly) বাপের বাড়ি বর্ধমানে। আর শীত পড়লেই মনটা একটু ঘুরতে চায়। তাই এবার শীতে বর ও বাচ্চাদের নিয়ে শুভশ্রী সোজা বাপের বাড়ি। প্রচুর ছবি পোষ্ট করেছেন নায়িকা। ভক্তরা বেশ খুশি। রবিবারই গাড়িতে করে বর্ধমানের বাড়িতে যায় এবং সেখানে পৌঁছে সুন্দর সময় কাটানোর বেশকিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়ার পাতায় পোস্ট করেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্ট করা ছবিগুলির মধ্যে প্রথমটি রাজে বুকে মাথা রেখে সেলফি তুলতে দেখা গিয়েছে তাঁরে।

{link}

দ্বিতীয়টিতে জানালার ধারে রাখা সোফা বসে ইয়ালিনিকে সঙ্গে নিয়ে দেখা যাচ্ছে রাজকে। তৃতীয়টিতে ইউভানের সঙ্গে দেখা যাচ্ছে শুভশ্রীকে। চতুর্থটি ভিডিয়ো, সেখান মামার বাড়িতে গিয়ে ইউভানকে বেশ খোশ মেজাজে দেখা যাচ্ছে। সব মিলিয়ে খোসা মেজাজে শুভশ্রী। সোফা থেকে খাটে লাফ মারতে দেখা যাচ্ছে রাজ পুত্রকে। সেখানে খাটের সামনে রাখা টেবিলে বাচ্চা ব্যাগ, জলের বোতল, ওয়াইপসের প্যাকেট দেখা যাচ্ছে। খাটের পিছনের দেওয়ালে টাঙানো শুভশ্রীর ছবি। এর পরের ছবিতে ছোট্ট ইয়ালিনিকে খাটে বসে থাকতে দেখা যাচ্ছে।

{link}

পরের ভিডিয়োটি গাড়িতে যাওয়ার সময়কালীন তোলা। গানের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে ইয়ালিনিকে। শুভশ্রীকে তখন ইয়ালিনি হয়ে ইউভানের উদ্দেশ্যে বলতে শোনা যাচ্ছে, 'দাদা ডান্স, দাদা তাকাও…'। এরপর সামনে রাজের কোলে বসে থাকা ইউভানকে তাকাতে দেখা যায়। পরের ছবিতে দাদুর কোলে বসে রূপোর থালায় ভাত খেতে দেখা যাচ্ছে ইয়ালিনিকে। রাজ কন্যার পরনে তখন ছিল সাদা একটা ফ্রক, আর পায়ে মোজা। পরের ছবিতে বাড়ি পরিচারিকাদের সঙ্গে ইয়ালিনিকে কোলে নিয়ে ছবি তুলতে দেখা যাচ্ছে শুভশ্রীকে। বলাই যায়, সব মিলিয়ে বেশ জমজমাট বেড়ানো।

{ads}

News Breaking News Subhashree Ganguly Raj-Subhashree Tollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article