header banner

SRK : মন্নতের ছাদে দেখা মিলল না বাদশার

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : না, বাদশা এখনো আর বান্দ্রার 'মন্নত' হাউসে থাকেন না। ফলে সেই চেনা ছবি আজ আর দেখা গেলো না। সোমবার সকাল থেকে ‘পীঠস্থানে’র বাইরে হত্যে দিয়েও বাদশার দেখা পাওয়া যায়নি। ভগ্নহদয়ে অনুরাগীরা যখন সোশাল পাড়ায় ঝড় তুলেছে, ঠিক সেই আবহেই সন্ধেবেলা শাহরুখ খানের তরফে এল ইদের শুভেচ্ছা। সঙ্গে কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে একে-অপরের সঙ্গে আনন্দে ইদ-উল-ফিতর উদযাপনের নিদান দিলেন বলিউড সুপারস্টার।

{link}

তবু দেখা মিলল না বাদশার। শাহরুখ খানের (Shah Rukh Khan) স্বপ্নের ইমারত। অবশ্য তাঁর একার নয়, সহধর্মিনী গৌরীও রয়েছেন ‘কিং’-এর পাশে। দুজনে মিলে মনের মতো করে সাজিয়ে নিয়েছেন এই বাড়ি। বলা ভালো প্রাসাদ। যার সামনে চেনা দৃশ্য নায়কের দর্শনপ্রত্যাশী জনঅরণ্যের ঢেউ। তাঁদের কাছে মন্নত পীঠস্থান। বাদশার জন্মদিন হোক বা সিনেমার রিলিজ থেকে ইদ, বান্দ্রার এই হেরিটেজ প্রাসাদের বাইরে চেনা দৃশ্য জনঅরণ্য। সম্প্রতি সেই সাধের বাংলো ছেড়ে সপরিবারে অন্যত্র চলে গিয়েছেন কিং খান।

{link}

থাকছেন পালি হিলসের ভাড়া বাড়িতে। আর সেই কারণেই ইদের বিকেলে মন্নতের ছাদে দেখা দেননি শাহরুখ! তবে মন্নতের দরবারে দর্শন না দিলেও অনুরাগীদের উদ্দেশে বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন অভিনেতা।এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ইদ মোবারক! আমার মন কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আপনাদের ইদ আলিঙ্গন, বিরিয়ানি এবং অফুরন্ত ভালোবাসায় ভরে উঠুক। সুখে থাকুন, নিরাপদে থাকুন এবং ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন! প্রত্যেকের জন্য প্রার্থনা করলাম।’

{ads}

News Breaking News Shah Rukh Khan Bollywood সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1

Latest Article