শেফিল্ড টাইমস ডিজিটাল ডেস্ক: আগামী ৮ ডিসেম্বর ছিল ধর্মেন্দ্রর ৯০ তম জন্মদিন। পরিবারের তরফে সেই জন্মদিন সমারোহে পালনের জন্য হচ্ছিল নানা তোড়জোড়। কিন্তু সোমবারে যেন মুহূর্তে পালটে গেল ছবিটা। ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যে এবং তাঁর বাড়িতে দেখা করতে, পরিবারের দুঃসময়ে পাশে দাঁড়াতে পৌঁছন বলিউডের বহু বিশিষ্ট জন। সোমবার, ২৪ নভেম্বর প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে চূড়ান্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হয় তাঁর শেষকৃত্য। উল্লেখ্য, ১০ নভেম্বর হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। তাঁর অসুস্থতার খবরে বিচলিত হয়েছিল বলিউড থেকে আমজনতা। ছড়িয়ে পড়ে তাঁর মৃত্যুর ভুয়ো খবরও। যা শুনে রীতিমতো মনখারাপ হয়েছিল সকলের।
{link}
দীর্ঘ অসুস্থতার পর সোমবার প্রয়াত হয়েছেন বলিউডের ‘হিম্যান’ ধর্মেন্দ্র। কিংবদন্তি অভিনেতার প্রয়াণের পর বলিউডে তৈরি হয়েছে এক মনখারাপের আবহ। সোমবার মুম্বইয়ে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ধর্মেন্দ্র। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। বলিউডের ‘বীরু’র প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে ইতিমধ্যেই মুম্বইয়ে তাঁর পরিবারের তরফে হচ্ছে স্মরণসভার আয়োজন। এখন দেখার সেই স্মরণসভায় কারা কারা উপস্থিত থাকেন। আগামী সপ্তাহেই আয়োজিত হচ্ছে এক স্মরণসভা।
{ads}