শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বাংলা বিনোদন জগতের জনপ্রিয় মুখ বাসবদত্তা চ্যাটার্জি (Basabdatta Chatterjee)। ছোটপর্দায় তাঁকে শেষ দেখা গিয়েছিল জি বাংলার (Zee Bangla) 'কার কাছে কই মনের কথায়' (Kar Kache Koi Moner Kotha)। বেশ কয়েকটি হিট সিরিয়াল দর্শককে উপহার দেয়ার পর কিছুদিন বিরতি নিয়েছিলেন বাসবদত্তা।
{link}
তবে ফের ছোটপর্দায় ফিরলেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী বাসবদত্তা চ্যাটার্জি (Basabdatta Chatterjee)। দুরদর্শনে শুরু হয়েছে সাপ্তাহিক টেলি সিরিজ নাম 'হরি ঘোষের গোয়াল'। পরিকল্পনায় কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় (Krishnendu Chattopadhyay)। এই সাপ্তাহিক টেলি সিরিজের পরিচালনায় রয়েছেন নন্দিনী চট্টোপাধ্যায় (Nandini Chatterjee)। জি বাংলার পর্দায় ‘বয়েই গেলো’ ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে অভিনয় করে, দর্শকদের যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন।
{link}
তাঁকে আবার পুনরায় দেখতে চলেছেন ছোট পর্দায়। ভরপুর কমেডিতে মোড়া এই সিরিজ। অভিনেত্রী তার কলাকুশলীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন “হরি ঘোষের গোয়াল দেখতে হলে চোখ রাখতে হবে শুধুমাত্র দূরদর্শনে, ঠিক রাত আটটা তিরিশে, আজ থাকছি আমিও”। গল্পের কেন্দ্রবিন্দুতে রয়েছে 'ঘোষ বাড়ি'। আর সেই বাড়ির কর্তা হরি প্রসন্ন ঘোষ। এই চরিত্রে রয়েছেন অভিনেতা বিশ্বনাথ বসু। গল্পের সৌজন্যে ইতিমধ্যেই নতুন চরিত্রের দেখাও মিলেছে। সেই তালিকায় যোগ হয়েছে বাসবদত্তার নাম।
{ads}