header banner

Achyut Potdar : ‘3 Idiots’-এর অধ্যাপক আর নেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মঙ্গলবার সকালেই শেষ নিশ্বাস ত্যাগ করলেন বলিউডের (Bollywood) প্রবীণ অভিনেতা অচ্যুৎ পোদ্দার (Achyut Potdar)। বলিউডের অত্যন্ত পরিচিত অভিনেতা অচ্যুৎ পোদ্দার প্রয়াত। বয়স হয়েছিল ৯১ বছর। অচ্যুৎ পোদ্দারকে একাধিক ছবিতে অভিনয়ের জন্য মানুষ চিরকাল মনে রাখবেন। বিশেষ করে '3 Idiots' (3 Idiots) সিনেমার সেই অধ্যাপক, যাঁকে আমির খান ওরফে ছবিতে র‍্যাঞ্চো মেশিনের সংজ্ঞা বুঝিয়েছিলেন। তা শুনে তাজ্জব হয়ে অধ্যাপক জিগ্গেস করেছিলেন, 'আরে কেহেনা ক্যায়া চাহাতে হো?'।

{link}

পর্দার সেই অধ্যাপকই হলেন অচ্যুৎ পোদ্দার। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনীত রোগে ভুগছিলেন বল জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হল, তা এখনও স্পষ্ট জানা যায়নি। আজই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। অভিনয়ে আসার আগে অচ্যুত কাজ করতেন ভারতীয় সশস্ত্র বাহিনীতে। পরবর্তীকালে চাকরি করেছেন ইন্ডিয়ান অয়েলে। অভিনয় ছিল তাঁর প্যাশন। হিন্দি, মারাঠি মিলিয়ে মোট ১২৫টির বেশি ছবিতে অভিনয় করেছেন অচ্যুত। তাঁর জীবনের পরিচিত মুভিগুলি যেমন, '3 Idiots', 'আক্রোশ', 'অ্যালবার্ট পিন্টো কো গুস্সা কিঁউ আতা হ্যায়',  অর্ধ সত্য, তেজাব, পারিন্দা, রাজু বন গ্যায়া জেন্টলম্যান, হাম সাথ সাথ হ্যায়, পরিণীতা লাগে রহো মুন্নাভাই, দাবাং ২ ও ভেন্টিলেটর।

{link}

ছবির পাশাপাশি ছোটপর্দাতেও ছাপ ফেলেছিলেন আচ্যুত পোতদার। তিনি অভিনয় করেছেন ওয়াগলে কি দুনিয়া, মাঝা হোশিল না, মিসেস তেন্ডুলকর এবং ভারত কি খোঁজ–এর মতো জনপ্রিয় ধারাবাহিকে। মঞ্চ, টেলিভিশন ও সিনেমার মধ্যে সাবলীল যাতায়াত তাঁর বহুমুখী প্রতিভাকেই সামনে এনেছিল, আর এর মাধ্যমেই তিনি পেয়েছিলেন ইন্ডাস্ট্রির সর্বত্র সম্মান।

{ads}

 

News Breaking News Bollywood Achyut Potdar 3 Idiots সংবাদ

Last Updated :

Related Article

Care and Cure 1
Care and Cure 1

Latest Article