header banner

Pushpa 2 : রিলিজের আগেই রেকর্ড ‘পুষ্পা ২’র

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : মাঝখানে সিনেমার বাজার কিছুটা মন্দা গেলেও আবার সিনেমা নিয়ে ব্যাপক উন্মাদনা তৈরী হয়েছে দর্শকদের মধ্যে। তার জীবন্ত প্রমাণ 'পুষ্পা-২' (Pushpa 2)। পুষ্পা-২ রিলিজ হবে আগামী ৫ তারিখ। আর তার আগেই ব্যবসা হয়ে গেলো প্রায় ১০০ কোটি টাকার। মোট ২২,৬৫০ টি শো পুষ্পা-২ ছবির। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টিকিটের অগ্রীম বুকিং। আর মাত্র একটা দিনের অপেক্ষা। ভক্তরা মুখিয়ে রয়েছেন, প্রথম দিনে প্রথম শো দেখার অপেক্ষায়।

{link}

শেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী মাত্র ৩২ শতাংশ আসন ভর্তি হয়েছে মোট শোয়ের। তাতেই ৬৩ কোটি আয় ছাড়িয়েছে পুষ্পা-২। ফলে অনুমান করা যাচ্ছে ছবি মুক্তির আগেই ১০০ কোটির ব্যবসা করে ফেলবে পুষ্পা-২ ছবি। আগে থেকেই অনুমাণ করা হয়েছিল এই ছবি মুক্তির দিনেই ৩০০ কোটির মাত্রায় পৌঁছবে। গোটা বিশ্ব জুড়ে ইতিমধ্যেই ছবি ছাড়িয়েছে ৯২ কোটি টাকা। হিন্দি ভাষায় এই ছবির ১৫,১০৫টি শো রয়েছে। সেখান থেকে এখনও পর্যন্ত ২৫ কোটি টাকা আয় হয়ে গিয়েছে। ফলে বোঝাই যায় যে এই ছবি প্রথম দিনেই আকাশ ছোঁয়া আয় করতে চলেছে। 

{link}

'পুষ্পা-২'তেলুগু ভাষার মারপিটধর্মী একটি চলচ্চিত্র। রচনা ও পরিচালনা করেছেন সুকুমার। এটি 'পুষ্পা: দ্য রাইজ' (২০২১) এর দ্বিতীয় সংস্করণ। মুত্তামসেট্টি মিডিয়ার সহযোগিতায় মৈত্রী মুভি মেকার্স দ্বারা প্রযোজিত চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অল্লু অর্জুনের সাথে থাকবেন ফাহাদ ফজিল এবং রশ্মিকা মন্দানা। এছাড়াও পার্শ চরিত্রে অভিনয় করবেন জগদীশ প্রতাপ বান্দারি, সুনীল, রাও রমেশ, ধনঞ্জয়া, অনসূয়া ভরদ্বাজ, অজয় প্রমুখ। ইতিমধ্যে এই ছবি নিয়ে তৈরী হয়েছে ব্যাপক উন্মাদনা।

{ads}

News Breaking News Pushpa 2 Movie Allu Arjun Rashmika Mandanna সংবাদ

Last Updated :