শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বহু প্রতীক্ষার পড়ে শেষমেষ পিছিয়ে গেলো 'পুষ্পা ২ (Pushpa 2): দ্য রুল’-এর ৩ডি ভার্সন! মাথায় হাত সিনেমা হলের মালিকদের। তবে জানা গিয়েছে যে, এই ছবির ৩ডি ভার্সন চলতি সপ্তাহে মুক্তি পাচ্ছে না। আলাদা আলাদা ভাষায় এই ছবির 2D, IMAX 2D এবং 3D ভার্সন আসছে।
{link}
যদিও রিপোর্টে জানা গিয়েছে যে, এই ছবির ৩ডি ভার্সন এখনও প্রস্তুত হয়নি। ফলে সেটা মুক্তি পাবে আগামী শুক্রবার অর্থাৎ ১৩ ডিসেম্বর। আর এই ছবির ২ডি ভার্সন মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে। সব মিলিয়ে হতাশ ভক্তবৃন্দ। তাদের অনেককেই আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সূত্র মাধ্যমে জানা যাচ্ছে যে, ‘পুষ্পা ২’ ছবির ৩ডি ভার্সন এখনও তৈরি হয়নি। তাই চলতি সপ্তাহে ৩ডি ভার্সন মুক্তি বাতিল করা হয়েছে। ওই সূত্রের বক্তব্য, ছবির ৩ডি ভার্সন এখনও শেষ হয়নি। ফলে চলতি সপ্তাহে এই ছবির ৩ডি ভার্সন রিলিজ না করার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
{link}
এর ফলে আগামী ৫ ডিসেম্বর সারা দেশ জুড়ে চালানো হবে এই ছবির ২ডি ভার্সন। সেই সঙ্গে বিভিন্ন ভাষাতেও তা দেখানো হবে। এখানেই শেষ নয়, একটি মাল্টিপ্লেক্সের এক ম্যানেজারের বক্তব্যও উল্লেখ করেছে বলিউড হাঙ্গামা। তিনি বলেছেন যে, “আমরা ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির ৩ডি ভার্সনের নির্দিষ্ট কিছু শো দেখানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আজ আমাদের বলা হয়েছে যে, ৩ডি রিলিজে দেরি হবে। আপাতত আমরা সব শো ২ডি-তেই চালাব।” ফলে অনেক ক্ষতির মুখে পড়তে হলো হল মালিকদের।
{ads}