header banner

Mana Forest : নদী-জঙ্গলের স্বাদ মিলবে একসঙ্গে

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অনেকেই হয়তো জানেন না বর্ধমানে (Bardhaman) আছে অসাধারণ কিছু অফবিট বেড়ানোর জায়গা। ঘরের কাছেই যে এক সুন্দর জঙ্গল রয়েছে তা অনেকেই জানেন না। কলকাতা (Kolkata) থেকে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে পৌঁছে যাওয়া যায়। আবার ফিরে আসা যায়। সেই জায়গার নাম মানা ফরেস্ট (Mana Forest )। বর্ধমান জেলায় দামোদর নদের পাড়ে রয়েছে জায়গাটি। অনেকেই জানেন না সেখানকার কথা।

{link}

কিন্তু একবার গেলে বুঝবেন বিরাট জঙ্গলের পাশ দিয়ে বয়ে যাচ্ছে দামোদর। কলকাতা থেকে ১১০ কিলোমিটার দূরে বর্ধমান জেলায় দামোদর নদের পাড়ে রয়েছে এই জঙ্গল। এক্কেবারে দামোদরের গা ঘেসে রয়েছে জঙ্গলটি। বর্ষায় টইটুম্বুর দামোদর নদ। যদিও এবার বৃষ্টি কম হয়েছে দক্ষিণবঙ্গে। তাই এখনও জল বাড়েনি দক্ষিণবঙ্গের কোনও নদীতেই। দামোদরেও চরা জলে ভরে যায়নি। কাজেই মানা ফরেস্টে এলে উপরি পাওনা দামোদরের বালির চরে ঘুরে বেড়ানো। সে এক অন্য অনুভূতি। তির তির করে বয়ে চলেছে জল আর আপনি আপনার প্রিয় জনের হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন সেই বালিয়ারির উপর।

{link}

চারিদিকে সবুজ আর সবুজ। সবুজ গাছগাছালিতে ভর্তি। শীতকালে অনেকেই এখানে পিকনিক করতে আসেন। জঙ্গলের মধ্য দিয়ে নদীর পাড়ে যাওয়ার রাস্তা রয়েছে। অনেকে এই জায়গাটিকে চর মানা ফরেস্ট বা মানা চর বলেও জানেন। দামোদরের জলে স্নান সেরে সেখানেই খাবার দাবার নিয়ে বসে জমিয়ে পিকনিক সেরে ফেলতে পারেন। একে নদীর পাড় আর জঙ্গল বলে শান্ত এবং নিরিবিিলর পাশাপাশি বেশ ঠান্ডাও পরিবেশ। সকালে বেরিয়ে স্বচ্ছন্দে বিকেলে ফিরে আসতে পারেন।

{ads}

News Breaking News Travelling West Bengal Bardhaman Mana Forest সংবাদ

Last Updated :