শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : বঙ্কিমের 'দেবী চৌধুরানী' (Devi Chowdhurani) - এক সময়ের সারা জাগানো উপন্যাস। ইতিহাস নির্ভর এই উপন্যাসকে নতুন যুগের প্রেক্ষাপটে তুলে ধরতে প্রস্তুত নতুন টিম। লোভী ব্রিটিশ সরকারের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করতে কীভাবে গোপনে সন্ন্যাসী বিদ্রোহের প্রস্তুতি নিয়েছিলেন ভবানী পাঠক? কীভাবেই বা প্রফুল্লকে শাণ দেওয়া তরবারিতে পরিণত করলেন তিনি? দেবীপক্ষের প্রাক্কালে মাতৃশক্তির জয়ধ্বনিতে সেই গৌবরগাথাই ফুটে উঠল টুকরো কোলাজে।
{link}
বঙ্কিম-উপন্যাসের ভিত্তিতে নির্মিত এই পিরিয়ড ড্রামার আগাম ঝলকই আভাস দেয় পুজো রিলিজের বক্স অফিস প্রতিযোগিতা এবার সহজ নয়!এক সাদামাটা, কোমলস্বভাবা নারী কীভাবে ‘ডাকাতসম্রাজ্ঞী’ হয়ে উঠলেন? লক্ষ্মীবারে সেই ঝলক প্রকাশ্যে এনেই পুজোর বক্স অফিস জয়ের রণহুঙ্কার দিল টিম ‘দেবী চৌধুরানী’। গল্পের প্রেক্ষাপট সন্ন্যাসী বিদ্রোহ। যার নায়ক ভবানী পাঠক অবতারে নজর কাড়লেন ইন্ডাস্ট্রির ‘জ্যেষ্ঠপুত্র’। ব্রিটিশ শাসনের নাগপাশে যখন মাতৃভূমির মানুষজনের প্রাণ ওষ্ঠাগত, তখন দেবী চৌধুরানীকে শান দেওয়া তরবারিতে পরিণত করলেন ভবানী।
{link}
গুরুর আদেশে যোগ্য শিষ্যার মতো চৌধুরানী ঝাঁপিয়ে পড়লেন মাতৃভূমি রক্ষার্থে। সেই কাহিনিই শুভ্রজিৎ মিত্রের ফ্রেমে পর্দায় ফুটে উঠবে। কপালে রক্ততিলক, গলায় রুদ্রাক্ষের মালা, গেরুয়া বসন, মাথায় বাঁধা লাল কাপড়ের ফেট্টি। মুখে ‘জয় ভৈরবী’ ধ্বনি। দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞী ‘দেবী চৌধুরাণী’র গুরু ‘ভবানী পাঠক’-এর ভূমিকায় লাইমলাইট কেড়ে নিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। রঙ্গরাজ’ এবং ‘নিশি’র ভূমিকায় ততোধিক তুখড় অর্জুন চক্রবর্তী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। ট্রেলারে ফুটে উঠল প্রফুল্লর শ্বশুরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তীর দাপুটে ব্যক্তিত্ব এবং তার স্বামীর চরিত্রে রয়েছেন কিঞ্জল নন্দ। সব মিলিয়ে এক জমজমাট ছবি সামনে আসছে আগামী ২৬ তারিখ।
{ads}