header banner

Astrology : জ্যোতিষ মতে কিছু স্বপ্নের অন্তর্নিহিত অর্থ

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : সাধারণভাবে আমরা জানি মানুষের মনের গভীরে জমে থাকা কোনো বাসবা বা ভয় মানুষের কাছে স্বপ্নের মাধ্যমে ফিরে আসে। এই স্বপ্ন নিয়ে মনোবিদরা নানা আলোচনা করেছেন। কোন স্বপ্ন মানব জীবনে কোন কারণে আসে তা নিয়ে অনেক বই লেখা হয়েছে। এই বিষয়ে ভারতীয় জ্যোতিষ শাস্ত্রর কিছু তত্ত্ব আছে যা আমাদের আজকের আলোচনার বিষয়। যেমন টাকা-পয়সা, সোনার, রুপোর স্বপ্ন (dream) দেখা আদৌ কি ভালো নাকি আমাদের জীবনের উপর বড় প্রভাব পড়ে, এতে আমাদের কি কোনও ক্ষতি হয়, জানেন আপনি?আসুন জেনে নেওয়া যাক কিছু স্বপ্নের অন্তর্নিহিত অর্থ।

{link}

স্বপ্নে সোনা, রুপোর জিনিস দেখা কি শুভ নাকি অশুভ? তবেই সেই স্বপ্ন দেখা খুব যে শুভ হয় তা নয় , আবার খুব যে খারাপ হয় তাও নয়। কারণ এই স্বপ্ন দেখার অর্থ আগামী দিনে আপনি কিছু খারাপ খবর পেতে পারেন। আপনার অনেক টাকা খরচ হয়ে যেতে পারে।

স্বপ্নে যদি দেখেন গয়না চুরি হয়ে গেছে, এটি কিন্তু অত্যন্ত খারাপ লক্ষণ। স্বপ্নশাস্ত্রে অনুসারে এটি খারাপই বলা হয়। তার কারণ আগামী দিনে আপনার বড় ক্ষতি অপেক্ষা করছে। কোনও শত্রু আপনাকে আপনার ক্ষতি করতে পারে। তাই নিজের গয়না চুরি হচ্ছে দেখেন তাহলে তা আপনার জন্য তা অশুভ। আর যদি দেখেন আপনি গয়না কিনছেন তাহলে শীঘ্রই আপনার জীবনের সাফল্যের আসতে চলেছে।

{link}

স্বপ্নে মুদ্রা দেখা অত্যন্ত অশুভ লক্ষণ। এতে আপনার জীবনে খুব বেদনাদায়ক সময় আসতে চলেছে। আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন। এমনকি আপনার অর্থসঙ্কট দেখা দিতে পারে। হওয়া কাজ পর্যন্ত আটকে যেতে পারে।

যদি আপনি স্বপ্নে দেখেন, কারোর থেকে আপনি টাকা নিচ্ছেন, এটি কিন্তু অত্যন্ত শুভ লক্ষণ। এতে আপনার দ্রুতই খুব ভালো খবর পাবেন। যেকোনও মনের ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। যদি এমন স্বপ্ন সকালের দিকে দেখেন, ভুলেও কাউকে বলবেন না।

{ads}

News Breaking News astrology dream সংবাদ

Last Updated :