শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : পৃথিবীব্যাপী পুরুষেরা ব্যাক পকেটে মানিব্যাগ (wallet) রাখেন। সেভাবেই তারা অফিস আদালতে ঘন্টার পর ঘন্টা বসে কাজ করছেন। এর ফলে সকলের অজান্তে তৈরী হচ্ছে একটা অতিরিক্ত সমস্যা। দিনের পর দিন এই ভাবে ব্যাগ রাখাকেই কোমরে ব্যথা, হাড়ের সমস্যা ও স্নায়ুরোগের অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকরা।
{link}
সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ছেলেদের নানা হাড়ের সমস্যা এবং পায়ে বা কোমরে বাতের বেদনার জন্য এই স্বভাবকেই অনেকাংশ ক্ষেত্রে দায়ী। অস্থিরোগ বিশেষজ্ঞ অমিতাভ নারায়ণ মুখোপাধ্যায়ের কথায়, ''প্যান্টের পিছনের পকেট যেখানে থাকে, ঠিক সেখানেই অবস্থান করে সায়াটিক স্নায়ু। এই দীর্ঘ সময় ওভাবে ব্যাগ রাখায় এবং ওই অবস্থায় চেপে বসে থাকার কারণে সায়াটিক স্নায়ু ও সংশ্লিষ্ট পেশীর উপর প্রবল চাপ পড়ে।''
{link}
তিনি আও বলেন, ''ফিমার হাড়ের মাথাতেও চাপ পড়ে। এতেই কোমরে ব্যথা ও হাড়ের সমস্যা দেখা দেয়।'' তাই এই বিষয়ে আমাদের দ্রুত সাবধান হয়ে ব্যাক পকেটে মানিব্যাগ রাখার অভ্যাস ত্যাগ করতে হবে।
{ads}