header banner

Ramayana : আসছে বিশ্বের সবচেয়ে বড় সিনেমা

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : বিশ্বের সবথেকে বড় সিনেমা আসতে চলেছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসে গিয়েছে ‘রামায়ণ (Ramayana): দ্য ইন্ট্রোডাকশন’-এর প্রথম ঝলক। আর এই লঞ্চকে বিশ্বব্যাপী মাত্রায় নিয়ে যাওয়া হয়েছিল। এর জন্য ভারতের ৯টি প্রধান শহরে অনুষ্ঠিত হয়েছে ফ্যান স্ক্রিনিং। সেই সঙ্গে নিউ ইয়র্কের টাইমস স্কোয়্যারের বিলবোর্ডেও স্থান পেয়েছে এই ছবির প্রথম ঝলক। এই মেগা প্রজেক্টটির নেতৃত্ব দিচ্ছেন খ্যাতনামা প্রযোজক এবং পরিচালক নমিত মালহোত্রা (Namit Malhotra)। আর এর সহ-প্রযোজনা করেছেন সুপারস্টার যশ (Yash)।

{link}

‘রামায়ণ' এর টিজার রিলিজ হওয়ার পর ভগবান রাম এবং রাবণের চরিত্রের ঝলক পাওয়া গেলে দর্শকরা রোমাঞ্চিত হয়ে ওঠেন। ফিল্মে রণবীর কাপুরকে (Ranbir Kapoor) ভগবান রামের ভূমিকায় দেখা যাবে ৷ আর দক্ষিণী সুপারস্টার যশ রাবণের চরিত্রে অভিনয় করেছেন। যশের সমস্ত ফ্যানরা তাঁর চরিত্রকে রণবীর কাপুরের থেকেও দুর্দান্ত বলছেন। তারা 'রামায়ণ' এর আসল ‘বস’ যশকেই মানছেন। যশ ‘রামায়ণ’ এর প্রথম ঝলক পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘‘১০ বছর পুরানো স্বপ্ন। বিশ্বের সামনে সবচেয়ে মহান মহাকাব্যকে আনার কমিটমেন্ট। বিশ্বের সেরা ব্যক্তিত্বদের সঙ্গে মিলিত হয়ে ‘রামায়ণ’ কে পূর্ণ ভক্তি এবং সম্মানের সঙ্গে দেখানোর প্রস্তুতি। আপনাদের স্বাগতম। আসুন, রাম বনাম রাবণের কালজয়ী গল্পের উদযাপন করি। আমাদের সত্য, আমাদের ইতিহাস।’

{link}

পোস্টে একজন ইউজার কমেন্ট করেছেন, ‘‘১০০০ কোটি টাকা লোডিং। রুখতে পারো তো রুখে দেখাও।’’ দ্বিতীয় ইউজার বলেছেন, ‘‘আপনাকে পছন্দ করি, কিন্তু হিন্দুদের ঘৃণা করা সাই পল্লভী মা সীতার রোল কেন করছে?’’ তৃতীয় ইউজার বলেছেন, ‘‘দারুণ দেখাচ্ছে। আশা করি এটি আদিপুরুষের মতো হবে না।’’ প্রায় পাঁচ হাজার বছরের পুরনো এই উপাখ্যানকে রীতিমতো পুজো করেন বিশ্বের প্রায় ২.৫ বিলিয়ন মানুষ। নমিত মালহোত্রার ‘রামায়ণ’-কে দুটি খণ্ডের লাইভ অ্যাকশন সিনেম্যাটিক ইউনিভার্স হিসেবে উপস্থাপন করা হবে। ফলে বোঝাই যাচ্ছে যে, এর স্কেল কতটা বড় হতে চলেছে! এই ছবিতে প্রথম বারের জন্য ভারতীয় এবং হলিউডের খ্যাতনামা শিল্পী ও টেকনিশিয়ানরা রীতিমতো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। এমনটা আগে সেভাবে দেখা যায়নি।

{ads}

 

News Breaking News Ramayana Bollywood Namit Malhotra Yash Ranbir Kapoor সংবাদ

Last Updated :