header banner

Horoscope : রামের কৃপায় ভাগ্য খুলবে এই ৩ রাশির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : জ্যোতিষ মতে, রাশিচক্রে রামের (Lord Rama) খুব প্রিয় এই ৩ রাশি। রামের কৃপায় সুখ-সাফল্য উপচে পড়বে এই রাশির জাতকদের। সব ক্ষেত্রে সাফল্য আসে। জেনে নিন বিস্তারিত।

{link}

* কর্কট রাশি (Cancer) : রামের আশীর্বাদে ভাগ্যোদয় হয় কর্কট রাশির জাতকদের। কর্মক্ষেত্রে এঁরা উন্নতি করেন। সমাজে সুনাম বাড়ে। সর্বদা সাফল্য লাভ করেন এঁরা। 

* মিথুন রাশি (Gemini) : রামের কৃপায় লাভবান হন মিথুন রাশির জাতকরা। সব বাধা কেটে যায়। কেরিয়ারে উন্নতি করে থাকেন এঁরা। 

{link}

* তুলা রাশি (Libra) : রামের আশীর্বাদ লাভ করে থাকেন তুলা রাশির জাতকরা। সুখ-স্বাচ্ছন্দ্য লাভ করে থাকেন। এঁদের জীবন সুখের হয়। অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২৮ জুলাই কন্যা রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর প্রভাবে কপাল খুলবে মকর, বৃশ্চিক, সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, অগাস্ট মাসে অবস্থান বদলাবে সূর্য, বুধ ও শুক্র। যার প্রভাবে ভাগ্য বদলাবে মেষ, তুলা, মকর ও সিংহ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, সেপ্টেম্বরে কন্যা রাশিতে প্রবেশ করবে বুধ। তৈরি হবে ভদ্র মহাপুরুষ রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন মিথুন, ধনু রাশির জাতকরা।

{ads}

News Breaking News West Bengal Rashifal Today Horoscope Bengali Horoscope সংবাদ

Last Updated :