header banner

October : অক্টোবরে ভাগ্য খুলতে চলেছে এই তিন রাশির

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : অক্টোবরে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতকদের ভারতীয় জ্যোতিষ অতি প্রাচীন শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাব প্রত্যক্ষভাবে পরে মানুষের জীবনে। সেই বিচার করেই অক্টোবর মাসকে তিন রাশির জাতকদের কাছে খুবই 'শুভযোগ' বলা হচ্ছে। 

{link}

জ্যোতিষ গণনা বলছে - ৩ অক্টোবর ২০২৪- শনি কুম্ভ রাশিতে  (AQUARIUS) রয়েছে। ৩ অক্টোবর, ১২:১০ মিনিটে, এটি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভীষা নক্ষত্রে প্রবেশ করবে। ১০ অক্টোবর ২০২৪- বুদ্ধি, যুক্তি এবং বন্ধুত্বের গ্রহ বুধ ১০ অক্টোবর তার রাশি পরিবর্তন করবে। ১৩ অক্টোবর ২০২৪- বিলাসিতা, সম্পদ, সম্পত্তি, খ্যাতি এবং প্রেমের গ্রহ শুক্রের ১৩ অক্টোবর রাশি পরিবর্তন হবে। ২০ অক্টোবর ২০২৪- গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে  (CANCER)  প্রবেশ করবে। 

এর ফলে - 

১) বৃষ রাশির (TAURUS) জাতক জাতিকারা অক্টোবরে গ্রহের গোচরে  লাভবান হবেন। কর্মজীবনে অগ্রগতি হবে এবং সমাজে সম্মান থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে। 

{link}

২) সিংহ রাশিতে (LEO) সূর্য, বুধ, শুক্র ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। 

৩) কন্যা রাশির (VIRGO)  জাতকদের জন্য অক্টোবর মাস বিশেষ হতে পারে। আপনার কেনাকাটার তালিকা বাড়ার সঙ্গে সঙ্গে  আপনার ব্যয়ও বাড়বে তবে আপনি যা চান তা শীঘ্রই পেতে পারেন।

{ads}

News Breaking News Durga Puja Festival West Bengal Rashifal Today Horoscope Bengali Horoscope CANCER AQUARIUS TAURUS LEO VIRGO October সংবাদ

Last Updated :