header banner

Thailand: জলে কুমির আর ডাঙায় বাঘ এদের বিশ্বাস নেই

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :  কথায় বলে 'জলে কুমির আর ডাঙায় বাঘ' এদের বিশ্বাস নেই। কিন্তু থাইল্যান্ডের দুই যুবক দিব্যি বাঘের সঙ্গে বন্ধুত্ব করতে ঢুকে পারেন বাঘের ঘরে। আর তারপরে যা ঘটলো!! থাইল্যান্ডের একটি চিড়িয়াখানার বাঘের খাঁচায় ঢুকেছিলেন দুই যুবক। তার পরই বাঘের রাগে কুপোকাত। সেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

{link}

সকলেই দেখে আশ্চর্য সেই ভিডিও। ওই ভাইরাল ভিডিও ইতিমধ্যে প্রচুর মানুষ শেয়ার করেছে। মজার ভিডিওটি শেয়ার করা হয়েছে ‘অ্যারন১৯৮০৯৬’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। চমকদার ঘটনাটি থাইল্যান্ডের ‘দ্য মিলিয়ন ইয়র্স স্টোন পার্ক অ্যান্ড ক্রোকোডাইল’ ফার্মের একটি বাঘের খাঁচার।

{link}

ভিডিওতে দেখা গিয়েছে, দুই যুবক ঢুকেছেন বাঘের খাঁচায়। ছবি তোলায় শুরু হয়েছিল। তারপরেই বাঘ মামা যান ক্ষেপে। ওঠে হুঙ্কার দিয়ে। আর পরিমরি করে কোনোভাবে বাঘের ঘর থেকে ছুটে বেরিয়ে প্রাণ বাঁচায়।

{ads}

news breaking news Thailand tiger viral video Instagram সংবাদ

Last Updated :