শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ভারতীয় বাস্তু/জ্যোতিষ মনে করে মানুষের জীবনের দুঃখ শান্তি অনেকটাই নির্ভর করে রান্না ঘরের উপর। বাস্তুশাস্ত্রে (Ecology) রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নাঘরে খাবার এবং জলের জায়গা, বাসনপত্র সঠিকদিকে রাখতে হয়। না হলে জীবনের নানান অশান্তির সম্মুখীন হতে হয়। হিন্দুধর্মে রান্নাঘরকেই কিন্তু মন্দির বলে মনে করা হয়। তাই রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত। তবেই ঘরে সুখ, শান্তি বজায় থাকবে। জ্যোতিষ ও বাস্তুশাস্ত্র বলছে, রান্নাঘরে সব সময় কিছু জিনিস মজুত রাখুন। কখনোই পুরো ফাঁকা হতে দেবেন না।
{link}
* আটা বা ময়দা - বাস্তু বিশেষজ্ঞদের মতে, আটা বা ময়দার পাত্র পুরোপুরি কখনোই খালি করবেন না। বাড়িতে ময়দা রাখা অত্যন্ত শুভ। যদি ময়দা ফুরিয়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ। তাই ময়দা শেষ হওয়ার আগেই বাড়িতে সেই পাত্র ভর্তি রাখুন।
* চাল - চাল যে শুধু রান্নাতেই ব্যবহার করা হয় , তা কিন্তু নয়। পুজোর কাজে অনেক সময় লাগে। বাস্তুশাস্ত্রে বলা হয়, চালের পাত্র কখনোই খালি রাখা উচিত নয়। এতে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র দুর্বল হয়ে পড়বে। যাতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।
{link}
* হলুদ - রান্নার স্বাদ বাড়ানোর জন্য হলুদ দেওয়া হয়। তাছাড়াও ওষুধ হিসাবে তা অনেক সময় ব্যবহার করা হয়। ধর্মীয় কোনও অনুষ্ঠানে হলুদের খুব গুরুত্ব রয়েছে। রান্নাঘরে হলুদ ফুলিয়ে গেলে জীবনে সুখ, সমৃদ্ধি ক্রমশ নষ্ট হতে থাকে। তাই হলুদের পাত্র সব সময় পূর্ণ রাখার চেষ্টা করুন।
* নুন - নুন ছাড়া খাবার স্বাদ নষ্ট হয়ে যায় বলে মনে হয়। সেই সঙ্গে রান্নাঘরের নুনের পাত্র কখনোই ফাঁকা করবেন না। নুন কখনোই পুরোপুরি শেষ করবেন না। এতে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার জীবনে থাকবে না। সুখ, সমৃদ্ধি জীবন থেকে কমতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।
{ads}