শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : ফেব্রুয়ারি (February) মাস অত্যন্ত শুভ হতে চলেছে কিছু রাশির ব্যক্তিদের জন্য। এমাসে অনেক বড় গ্রহ তাদের ঘর বদল করতে চলেছে। এই সময়ে অনেক গ্রহ তাঁর নক্ষত্র পরিবর্তন করবে। এমাসে বুধ গ্রহ দু’বার ঘর পরিবর্তন করবে। সূর্য দেবতা ও তার স্থান বদল করবে। সূর্যদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। আর এদিন থেকে কুম্ভ সংক্রান্তি শুরু হবে। আবার এর পরের দিন থেকে শুরু হবে ফাল্গুন মাস। এই ফেব্রুয়ারি মাসে অনেক রাশির জন্যই শুভ হতে চলেছে।
{link}
মেষ রাশি (ARIES) - মেষ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আপনারা এই সময়ে যা চাইবেন তাই করতে পারবেন। দেবী দুর্গার বিশেষ কৃপা পাবেন আপনারা। তাছাড়া আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। যদি কোনও ব্যবসায় বিনিয়োগ করার কথা ভাবেন করতে পারবেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। এই সময়ে আপনি কিন্তু দেবী দুর্গার আরাধনা করতে পারেন। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন।
{link}
কর্কট রাশি (CANCER) - কর্কট রাশির জাতক জাতিকাদের অধিপতি চন্দ্র। এই সময়ে সোনা ব্যবসায়ীরা যা চাইবেন তাই করতে পারবেন। মহাদেবের কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে। আপনি নতুন কোনও ব্যবসা শুরু করতে পারেন, সেখানেও সফলতা আসবে। নিজেকে শান্ত রেখে সব কাজ করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দাম্পত্য জীবনে সাফল্য পাবেন। আপনি যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন।
{ads}