শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : চলছে অন্যতম রিয়েলিটি শো 'বিগ বস-১৮' (Big Boss 18) । সলমন খানের (Salman Khan) সঞ্চালনায় এই শোয়ের টি আর পি (TRP) আকাশ চুম্বি। শোয়ের এই মরসুম দর্শকদয়ের কাছে খুব চিত্তাকর্ষক। প্রতিযোগীদের মধ্যে তু-তু, মে-মে সম্পর্ক। এরইমধ্যে ৩ সুন্দরী ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন, তাতে বিগ বস হাউজের উষ্ণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। টেলিভিশনের অন্যতম জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-র ১৮তম সিজনে ওয়াইল্ড কার্ড এন্ট্রি (wild card entry) নিয়েছেন তিন সুন্দরী। আর এই ওয়াইল্ড কার্ড এন্ট্রির পরে অদিতি মিস্ত্রি, যামিনী মালহোত্রা এবং আইডেন রোজের সাহসী ছবি ভাইরাল হতে শুরু করেছে।
{link}
অদিতি মিস্ত্রি (Aditi Mistry) - ওয়াইল্ড কার্ডের মাধ্যমে বিগ বস হাউজে প্রবেশ করেছেন অদিতি মিস্ত্রি। একজন সুপরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং ফিটনেস ট্রেনার অদিতি। তাঁর ওজনের সঙ্গে লড়াই করে ফিটনেস আইকন হয়ে ওঠার গল্প অনুপ্রেরণার চেয়ে কম নয়।
এইডিন রোজ - দুবাইয়ে জন্মগ্রহণকারী অভিনেত্রী আইডিন রোজ 'বিগ বস ১৮'-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। ওয়েব সিরিজ 'গন্ধি বাত' এবং তেলেগু ছবি 'রাবণসুরা'তে ডান্স নম্বরে কোমর দুলিয়েছিলেন।
যামিনী মালহোত্রা - বিগ বস ১৮-এ তৃতীয় ওয়াইল্ড কার্ড এন্ট্রি যামিনী মালহোত্রা। যামিনী দাঁতের ডাক্তার। তিনি দিল্লির একটি ক্ষত্রিয় পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল এবং বিভিন্ন নাট্য প্রতিযোগিতায় অংশ নিতেন।
{ads}