header banner

Traveling: আজকের ডেস্টিনেশন কার্শিয়াং এর 'বেলটার'গ্রাম

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক :আমাদের আজকের ডেস্টিনেশন কার্শিয়াং এর অদূরেই 'বেলটার'গ্রাম। এবার আপনারও যদি পাহাড়ে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটিতে। এই প্রতিবেদনে আপনি এক নতুন ঘুরতে যাওয়ার জায়গা পাবেন। এখানে থাকা রিসোর্ট আপনাকে বিলাসিতার আনন্দ দেবে। সেইসঙ্গে একদম কাছ থেকে প্রকৃতিকে চুটিয়ে উপভোগ করতে পারবেন।

{link}

শহরের বিশৃঙ্খলতা ও কোলাহল থেকে একদম দূরে কার্শিয়াং-এ অবস্থিত এই বেলটার। এখানে আপনি এলে পাহাড়, চা বাগান, সুইমিল পুল, নদী সবকিছুই পাবেন। এখানে গড়ে ওঠা একাধিক প্রপার্টিতে আপনি রাত্রিনিবাস করতে পারেন।সামনে পাহাড়, রিসোর্টের ভিতরে থাকা স্যুইমিং পুল আপনাকে মুগ্ধ করবেই। জায়গাটি খুবই শান্ত, ফাঁকা, নিরিবিলি। পরিবার হোক, বন্ধুবান্ধব বা প্রিয়জন…এখানে নিরিবিলিতে সময় কাটানোর জুড়ি মেলা ভার।

{link}

এখানে থাকা পাহাড়, বিভিন্ন পাখির কিঁচিরমিঁচির হোক বা নদীর শব্দ, আপনাকে মুগ্ধ করবেই। সবকিছু দেখে লোভ লাগছে তো? আপনারও ইচ্ছা করছে তো ছুটে এখানে চলে আসতে? কিন্তু জানেন কি এখানে থাকতে হলে কী করতে হবে? বা কীভাবে কটেজটি বুক করতে হবে এবং বেলটারে পৌঁছাবেন? বেলটার গ্রামের এই কটেজগুলি জিটিএ পরিচালিত। ফলে বুকিং করতে হবে জিটিএ-এর ওয়েবসাইট থেকে অনলাইনে কিংবা ফোন করে। আর এই বেলটারে আসতে গেলে আপনাকে প্রথমে শিলিগুড়ি পৌঁছাতে হবে। এরপর সেখান থেকে শেয়ারে হোক বা প্রাইভেটে গাড়ি বুক করে এখানে চলে আসতে পারেন।

{ads}

News Braking News Traveling Kurseong সংবাদ

Last Updated :