header banner

Cooking : আজকের রেসিপি 'দই-পটল'

article banner

শেফিল্ড টাইম্‌স ডিজিটাল ডেস্ক : গরমে শরীর ঠান্ডা রাখার প্রধান সবজি 'পটল'। আর দই, বিশেষকরে টকদই শরীরের উষ্ণতার ভারসাম্য সম্পূর্ণ রক্ষা করে। তাই আজকের রেসিপি হলো 'দই-পটল'। একদম সহজ পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় এই রেসিপি। 

 উপকরণ - পটল – পাঁচ ছ'টা, দই –  ১০০ গ্রাম, এ ছাড়া সাদা তেল,ধনে, জিরে ও গোলমরিচ গুঁড়ো ১ চামচ করে, গরম মশলা গুঁড়ো – ১ টেবিল চামচ, আদা বাটা –  ১ চামচ, নুন, চিনি – স্বাদ মতো, আর লাগবে হলুদ,লবঙ্গ – ২ টো,এলাচ – ১ টা,দারচিনি – একখন্ড,তেজপাতা – একটা, ঘি – ১ চামচ,গোটা জিরে ফোড়নের জন্য।

{link}

প্রণালী -প্রথম পর্ব - দই পটল (doi potol) রান্নার জন্য প্রথমে পটলের পুরো খোলা ছাড়িয়ে দু দিক চিরে নিয়ে নুন, হলুদ মাখিয়ে হাল্কা ভেজে তুলে নিতে হবে। এরপর একটি পাত্রে গুঁড়ো ও বাটা মশলা গুলি জলে ভিজিয়ে রাখতে হবে, আর দই ফেটিয়ে রাখতে হবে।

দ্বিতীয় পর্ব - এবার পটল ভাজা তেলে গোটা জিরে, তেজপাতা ও গরম মশলা ফোড়ন দিয়ে অল্প চিনি দিয়ে দাও। এরপর গরম মশলার গন্ধ বেরলে আগে থেকে ভিজিয়ে রাখা মশলা, নুন দিয়ে কষাতে হবে।

{link}

তৃতীয় পর্ব - মশলা তেল ছাড়লে জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে পটল দিয়ে নেড়ে ঢাকা দিতে হবে। এখানে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিতে পারো গন্ধ ভালো হয়। 

চতুর্থ পর্ব - পটল সেদ্ধ হয়ে এলে ফেটিয়ে রাখা দই দিয়ে আরো ৫ মিনিট রান্না করতে হবে। এরপর উপর থেকে ঘি ও গরম মশলা ছড়িয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করো কিছুক্ষণ রেখে দাও। তাহলেই পরিবেশনের জন্য তৈরি দই পটল।

{ads}

News Breaking News Cooking Dahi Patal recipe Bengali recipe সংবাদ

Last Updated :