শেফিল্ড টাইম্স ডিজিটাল ডেস্ক : টলি পাড়ায় দোল উৎসবে নেচে ওঠে প্রায় সকলেই। খুব আনন্দের সঙ্গেই তারা এই উৎসব পালন করে। টলিউডের যে তারকারা ‘লাভ বার্ড’ (love bird) হিসাবে পরিচিত তাদের মধ্যে অন্যতম হলেন বনি ও কৌশানি। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে আবদ্ধ রয়েছেন তাঁরা। একসঙ্গে রাজনীতির মঞ্চেও যোগ দিয়েছেন এই জুটি।
{link}
সম্প্রতি এই জুটিকে দেখা গেল দোলের উৎসবে একসঙ্গে নাচ করতে। দোল বা হোলি মানেই রঙের উৎসব। এই রঙের উৎসবে একে অপরকে রাঙিয়ে তোলেন ছোট থেকে বড় সকলে। সাধারণ মানুষ থেকে তারকা, সকলকেই দেখা যায় আনন্দে গা ভাসাতে। অন্যদের মতো দোলের আনন্দে মেতে উঠতে দেখা গেল বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানি মুখার্জিকে (Koushani Mukherjee)। একটা ভিডিয়োয় দেখা যাচ্ছে, মাথায় একটি জলের বোতল নিয়ে ‘অ্যানিমেল’ সিনেমার ‘জামাল কুদু’ গানের তালে তালে নাচ করছেন কৌশানি।
{link}
কৌশানিকে সঙ্গ দিতে দেখা গেল বনিকেও। বনিও মাথায় একটি ছোট্ট রেডবুলের ক্যান রেখে কৌশানির সঙ্গে সঙ্গে নাচে সঙ্গ দেওয়ার চেষ্টা করছিলেন। দোলের এই পার্টিতে কৌশানি পরেছিলেন একটি সাদা রঙের শার্ট, হালকা ধূসর রঙের শর্ট প্যান্ট, মাথায় লাল রঙের রুমাল এবং চোখে রোদ চশমা। কাঁধে ছিল একটি স্লিং ব্যাগ এবং হাতে জাঙ্ক জুয়েলারি। বনি পরেছিলেন একটি ফ্লোরাল শার্ট এবং জিন্স। বনি ও কৌশানিকে সকলে উৎসাহ দিলেও সবথেকে বেশি উৎসাহ দিতে দেখা যায় নুসরতকে। টেবিলের অপরপ্রান্তে বসে জোরে জোরে হাততালি দিয়ে সহকর্মীকে উৎসাহ দিচ্ছিলেন নুসরত।
{ads}